Advertisement

Rajnath Singh warns Pakistan: 'ভারতের ধৈর্যের পরীক্ষা নিলে...', পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাজনাথের

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার পাকিস্তানকে ভারতের ধৈর্য পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে সতর্ক করলেন। উস্কানি দিলে দেশ 'বড়সড় প্রতিক্রিয়া'-র জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি জানান।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংপ্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 May 2025,
  • अपडेटेड 5:22 PM IST

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার পাকিস্তানকে ভারতের ধৈর্য পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে সতর্ক করলেন। উস্কানি দিলে দেশ 'বড়সড় প্রতিক্রিয়া'-র জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি জানান।

রাজনাথ সিং বলেন, "আমাদের সশস্ত্র বাহিনী যে সাহসিকতা ও সাহস দেখিয়েছে তার জন্য আমি তাদের অভিনন্দন জানাই। তারা যেভাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী শিবির ধ্বংস করেছে তা আমাদের সকলের জন্য গর্বের বিষয়।"

প্রতিরক্ষামন্ত্রী বলেন, "আমরা সর্বদা দায়িত্বশীল জাতির মতো অত্যন্ত সংযমের সঙ্গে কাজ করেছি। আমরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাস করি। কিন্তু এর অর্থ এই নয় যে কেউ আমাদের ধৈর্যের অপব্যবহার করতে পারে। এমন হলে যথাযথ জবাব দেওয়া হবে।" 

প্রতিরক্ষামন্ত্রী এই সাফল্যের কৃতিত্ব ভারতের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং যুদ্ধের অস্ত্র গুলিকে দিয়েছেন। তিনি বলেন, "এটি সম্ভব হয়েছে কারণ আমাদের শক্তিশালী এবং পেশাদারভাবে প্রশিক্ষিত বাহিনীর উচ্চমানের সরঞ্জাম রয়েছে।"

তিনি বলেন, "সরকার প্রতিরক্ষা উৎপাদনে গুণমান এবং পরিমাণের উপর সমানভাবে মনোযোগ দিয়েছে। দ্রুত উন্নতি আনতে বেশ কয়েকটি বিপ্লবী পদক্ষেপ নিয়েছি, যার মধ্যে রয়েছে অর্ডন্যান্স কারখানার কর্পোরেটাইজেশন।"

বলেন, "যতদিন আমরা বিদেশ থেকে অস্ত্র কিনে আনব, ততদিন আমরা শক্তিশালী হব না। তাই আমরা আত্মনির্ভরতার ওপর জোর দেব। ভারতের ডিফেন্স গোটা বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী মোদী  ২০২৯ সালের মধ্যে আমরা ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।"
 

Read more!
Advertisement
Advertisement