Advertisement

Rajya Sabha: 'আমি কৃষকের ছেলে'-'আমিও শ্রমিকের ছেলে,' রাজ্য়সভায় তোলপাড় ধনখড়-খাড়গের

সংসদের শীতকালীন অধিবেশনের শুরু থেকেই তোলপাড়। শুক্রবারও তার ব্যাতিক্রম হল না। বিরোধিদের উপর রীতিমতো রাগ প্রকাশ করলেন রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তাঁকে রীতিমতো তর্ক করতে দেখা গেল। 

রাজ্যসভায় জগদীপ ধনখড় ও মল্লিকার্জুন খাড়গে।রাজ্যসভায় জগদীপ ধনখড় ও মল্লিকার্জুন খাড়গে।
Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Dec 2024,
  • अपडेटेड 2:03 PM IST

সংসদের শীতকালীন অধিবেশনের শুরু থেকেই তোলপাড়। শুক্রবারও তার ব্যাতিক্রম হল না। বিরোধিদের উপর রীতিমতো রাগ প্রকাশ করলেন রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তাঁকে রীতিমতো তর্ক করতে দেখা গেল। 

অধিবেশন চলাকালীন চেয়ারম্যান ধনখড় বিরোধীদের উপর বেশ রেগে যান। তিনি বলেন, 'আমি আপনাদের অনেক সহ্য করেছি। কিন্তু কৃষকের ছেলেকে আপনারা মেনে নিচ্ছেন না।' এই কথা বলার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে পাল্টা বলেন, 'আপনি যদি কৃষকের ছেলে হন, আমিও শ্রমিকের ছেলে।'

জগদীপ ধনখড় বলেন, 'আমি একজন কৃষকের ছেলে। আমি কখনও দুর্বলতা দেখাব না। দেশের জন্য সব করতে পারি। আপনারা আমাদের মানুষ ভাবেন না। ২৪ ঘণ্টা একটাই কথা, কৃষকের ছেলে এখানে বসে আছে কেন? অনেক সহ্য করেছি। আজ কৃষকরা শুধু ক্ষেতে-খামারেই সীমাবদ্ধ নেই। আজকের কৃষক সর্বত্র কাজ করে। সরকারি চাকরিতে আছে, শিল্পক্ষেত্রে আছে। আপনি প্রস্তাব আনুন, এটা আপনার অধিকার। প্রস্তাব নিয়ে আলোচনা করা আপনার অধিকার। কিন্তু আপনি কী করলেন? সংবিধান ছিঁড়ে ফেললেন!'

মল্লিকার্জুন খাড়গে এর উত্তরে জগদীপ ধনখড়কে বলেন, 'আমরা আপনার প্রশংসা করতে সংসদে আসিনি।' তখন আবার জগদীপ ধনখড় বলেন, 'দেশ জানে কার প্রশংসা সবাই শুনতে চায়। আমি সংবিধানের নিয়ে আপনাদের কাছে আমার চেম্বারে এসে কথা বলার জন্য আবেদন করছি। 

এই নিয়ে রাজ্যসভায় তুমুল হট্টগোল শুরু হয়। এরপর সোমবার ১১টা পর্যন্ত রাজ্যসভার কার্যক্রম মুলতুবি করে দেওয়া হয়। 

Read more!
Advertisement
Advertisement