Advertisement

'জীবনে এমন বিস্ফোরণ দেখিনি', দিল্লির ঘটনা নিয়ে এখনও আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরা

বিস্ফোরণের পর মুহূর্তে ঘন ধোঁয়ায় ঢেকে যায় লালকেল্লা চত্বর। রাস্তায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। সাধারণ মানুষ ছুটতে থাকেন যে যেদিকে পারেন। এখনও পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একটি ইকো ভ্যান থেকেই এই বিস্ফোরণ ঘটে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 10 Nov 2025,
  • अपडेटेड 8:45 PM IST

শনিবার বিকেলে দিল্লির লালকেল্লার কাছে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের পাঁচ-ছ’টি গাড়ি মুহূর্তে ধ্বংস হয়ে যায়। ভেঙে যায় আশেপাশের ভবনের জানালাও। আহত হয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের পর মুহূর্তে ঘন ধোঁয়ায় ঢেকে যায় লালকেল্লা চত্বর। রাস্তায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। সাধারণ মানুষ ছুটতে থাকেন যে যেদিকে পারেন। এখনও পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একটি ইকো ভ্যান থেকেই এই বিস্ফোরণ ঘটে। তবে পুলিশ বা দমকলের তরফে এখনও কোনও সরকারি মন্তব্য মেলেনি।

ঘটনাটি ঘটে লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছেই। একজন স্থানীয় দোকানদার বলেন, “আমি দোকানে বসেছিলাম, হঠাৎ এমন শব্দ হল যে চেয়ার থেকে পড়ে যাই! জীবনে এমন বিস্ফোরণের আওয়াজ শুনিনি।” আরও এক প্রত্যক্ষদর্শী রাজধর পান্ডে জানিয়েছেন, তিনি বাড়ির ছাদে উঠে দেখেন আগুনের বিশাল শিখা আকাশ ছুঁয়ে ফেলছে। “চারিদিকে শুধু ধোঁয়া আর চিৎকার,” বলেন তিনি।

আরও পড়ুন

আহতদের দ্রুত এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দমকলের একাধিক ইঞ্জিন ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেমেছে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং দিল্লিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। তদন্তে নেমেছে এনআইএ-সহ একাধিক সংস্থা। বিস্ফোরণের উৎস ও কারণ খুঁজে বের করতে চলছে খোঁজখবর।

 

Read more!
Advertisement
Advertisement