Advertisement

Republic Day 2024: ভারতীয় সংবিধানের এই ১০ বিশেষ তথ্য জানেন?

২৬ জানুয়ারি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৫০ সালের এই দিনে দেশে সংবিধান লাগু হয়েছিল। পরে এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পান করা হয়। কার্যকরী হওয়ার ঠিক ২ মাস আগে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণ পরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়।

ভারতের সংবিধানের সম্পর্কে এই ১০টি বিশেষ জিনিসভারতের সংবিধানের সম্পর্কে এই ১০টি বিশেষ জিনিস
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 25 Jan 2024,
  • अपडेटेड 8:43 PM IST
  • ২৬ জানুয়ারি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন
  • ১৯৫০ সালের এই দিনে দেশে সংবিধান লাগু হয়েছিল

২৬ জানুয়ারি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৫০ সালের এই দিনে দেশে সংবিধান লাগু হয়েছিল। পরে এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পান করা হয়। কার্যকরী হওয়ার ঠিক ২ মাস আগে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণ পরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। ২৬ জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল। কিন্তু আপনারা কি ভারতের সংবিধান সম্পর্কিত দশটি গুরুত্বপূর্ণ বিষয় জানেন।

  • স্বাধীনতা পাওয়ার ঠিক এক বছর আগে অর্থাৎ ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভারতের একটা সংবিধান দরকার। যার জন্য গণপরিষদ গঠন করা হয়। মোট ২৮৪ জন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ১৫ জন ছিলেন মহিলা।
  • বি আর আম্বেদকরের সভাপতিত্বে খসড়া কমিটি সংবিধান তৈরি করে। সেই খসড়া ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণ পরিষদ গ্রহণ করে। সেই মর্মে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান লাগু হয় ও ভারত একটি প্রজাতন্ত্রে পরিণত হয়।
  • ২ বছর ১১ মাস ও ১৮ দিন ধরে বৈঠক চলার পর গণ পরিষদ সংবিধানকে অনুমোদন করে ও ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করা শুরু হয়।
  • ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে সংবিধান কার্যকর হওয়ার পরেই ভারত একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। ১০টা ২৪ মিনিটে রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি পদে শপথ নেন।
  • সংবিধানের মূল কপিটি প্রেম বিহারি রাইজাদা দ্বারা তির্যক শৈলীতে লেখা হয়েছিল। যা বিশ্বের দীর্ঘতম সংবিধান।
  • ভারতের সংবিধান মূলত দুটি ভাষায় লেখা হয়েছিল, হিন্দি ও ইংরেজিতে।
  • ভারতের সংবিধানকে ধারের ব্যাগও বলা হয়ে থাকে। কারণ এই বেশিরভাগ বিধান ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, ফ্রান্স, আয়ারল্যান্ড-সহ বিভিন্ন দেশের সংবিধানের অনুপ্রাণিত।
  • সংবিধানের প্রথম খসড়াতে প্রায় ২০০০টি সংশোধনী আনা হয়েছিল। ১৯৫০ সালের পর থেকে ১০৫টি সংশোধনী আনা হয়েছে।
  • জরুরি অবস্থার সময় ১৯৭৬ সালে সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি যোগ করা হয়েছিল।
  • সংবিধানে ৪৪৮টি অনুচ্ছেদ ও ১২টি তফসিল রয়েছে।

Read more!
Advertisement
Advertisement