
অনলাইন শেয়ার ট্রেডিং জালিয়াতির শিকার হলেন ভারতের বায়ুসেনার এক প্রাক্তন অফিসার। তিনি প্রায় ৯৭ লক্ষ টাকা খুইয়েছেন। তাঁকে একাধিক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করানো হয়েছিল। এমনকী একটি ভুয়ো ট্রেডিং প্ল্যাটফর্মে বিনিয়োগ চালিয়ে যাওয়ার জন্য ৫৫ লক্ষ টাকা ঋণ নিতে বাধ্য করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের পুনের বাসিন্দা ওই ব্যক্তিকে একটি অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রলুব্ধ করা হয়েছিল। যেখানে তাঁকে প্রতারণামূলক শেয়ার ট্রেডিং অ্যাপ ডাউনলোড করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁকে ভুয়ো বাজার বিশেষজ্ঞদের কমিউনিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করানো হয়।
এরপর তাঁকে ভুয়ো ট্রেডিং টিপসের ভিত্তিতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে প্ররোচিত করা হয়েছিল। তাঁর করা প্রতিটি লেনদেন অ্যাপে কৃত্রিমভাবে বেশি রিটার্ন দেখানো হতো যাতে তিনি বোঝেন যে বিনিয়োগ করে বিশাল লাভ হচ্ছে।
যখন ব্যক্তির সঞ্চয় শেষ হয়ে যায়, তখন প্রতারকরা তাঁকে ব্যক্তিগত এবং গোল্ড লোন নিতে বাধ্য করে। এই বলে সতর্ক করে যে বিনিয়োগ বন্ধ করলে লাভ পাবেন না। ৪০ দিনের ব্যবধানে তিনি সাতারা (মহারাষ্ট্র), কলকাতা, ২৪ পরগনা (পশ্চিমবঙ্গ), হায়দরাবাদ, বরপেটা (অসম), পালাক্কাদ (কেরল), ইন্দোর এবং ধর (মধ্যপ্রদেশ) এবং খোরধা (ওড়িশা) সহ অন্যান্য রাজ্যের অ্যাকাউন্টে ১৮টি বড় ট্রান্সফার করেছেন। অভিযোগকারী যখন তাঁর প্রফিট বুক করার চেষ্টা করেন এবং তাঁকে ২০% কর হিসেবে দিতে বলা হয় তখন জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তিনি পুনে সাইবার ক্রাইম থানায় যান।