Advertisement

RG Kar Supreme Court: আরজি কর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে, নির্যাতিতার বাবা-মায়ের আবেদনে মান্যতা

আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা শুনতে পারবেন। এবার থেকে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হতে পারে, জানাল সর্বোচ্চ আদালত।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Mar 2025,
  • अपडेटेड 12:25 PM IST

আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা শুনতে পারবেন। এবার থেকে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হতে পারে, জানাল সর্বোচ্চ আদালত। এদিন কলকাতা হাইকোর্টে মামলার শুনানির অনুমতি দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ।

আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে।  অনেক রহস্য উন্মোচিত হয়নি CBI তদন্তে, দাবি পরিবারের। সেই মর্মেই কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার পরিবার। এবার তাতেই সায় দিল সুপ্রিম কোর্ট। সিঙ্গল বেঞ্চ মামলা শুনতে পারবে, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। 

তদন্তভার CBI-এর হাতে যাওয়ার পর থেকেই একাধিকভার তাদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নির্যাতিতার পরিবার। সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরও সিবিআই-এর ব্যর্থতার কথা উল্লেখ করেন নির্যাতিতার পরিবার। সেই কারণে আরও তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন। 

এদিকে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলায় হাইকোর্ট জানায়, সর্বোচ্চ আদালতের নির্দেশ না আসা পর্যন্ত শুনানি হবে না। এরপরেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন নিহত চিকিৎসকের মা-বাবা। নির্যাতিতার পক্ষে এটাও বলা হয় যে, বারবার তাঁধের পক্ষে দিল্লি আসাও অসম্ভব।

সোমবার সুপ্রিম কোর্ট সেই আর্জির প্রেক্ষিতে জানায়, কলকাতা হাইকোর্ট মামলার শুনানি করতে পারবে। সিঙ্গেল বেঞ্চে মামলার শুনানি হবে। 

TAGS:
Read more!
Advertisement
Advertisement