Advertisement

RG Kar Supreme Court: 'নির্যাতিতা কি চশমা পরেই ঘুমাচ্ছিলেন?' প্রশ্ন বিচারপতির, উত্তরে আইনজীবীরা বললেন...

নির্যাতিতা কি চশমা পরেই ঘুমিয়ে পরেছিলেন? যদি সেটা না-ই হয়, সেক্ষেত্রে চশমার প্রভাবে তাঁর আঘাত লাগল কেন? জানতে চাইলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তবে আইনজীবীরা জানালেন, নির্যাতিতার পাশ থেকে ভাঙা চশমা পাওয়া গিয়েছিল। অর্থাৎ, তাঁকে ভাঙা চশমা পরা অবস্থায় পাওয়া যায়নি।

নির্যাতিতার চশমা নিয়ে যা জানতে চাইলেন প্রধান বিচারপতি।নির্যাতিতার চশমা নিয়ে যা জানতে চাইলেন প্রধান বিচারপতি।
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Sep 2024,
  • अपडेटेड 6:41 PM IST

নির্যাতিতা কি চশমা পরেই ঘুমিয়ে পরেছিলেন? যদি সেটা না-ই হয়, সেক্ষেত্রে চশমার প্রভাবে তাঁর আঘাত লাগল কেন? জানতে চাইলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তবে আইনজীবীরা জানালেন, নির্যাতিতার পাশ থেকে ভাঙা চশমা পাওয়া গিয়েছিল। অর্থাৎ, তাঁকে ভাঙা চশমা পরা অবস্থায় পাওয়া যায়নি। এর পাশাপাশি অপর আইনজীবীরা এটাও বললেন যে, হতে পারে তিনি(নির্যাতিতা) চশমা পরেই ঘুমিয়ে পড়েছিলেন। 

সোমবার আরজি কর নিয়ে সুপ্রিম কোর্টে প্রায় এক ঘণ্টার শুনানি হয়। তখনই চশমার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তিনি আইনজীবীদের প্রশ্ন করেন, 'একটি জিনিস খালি একটু বলুন, আঘাতের মাত্রা দেখা যাচ্ছে বেড়েছে, কারণ তিনি(নির্যাতিতা) ব্রেস এবং চশমা পরে ছিলেন। এটা কী করে সম্ভব যে উনি সেই ঘটনার সময় চশমা পরে ছিলেন? তাঁর উপর কী ঘুমানোর সময়েই হামলা চালানো হয়েছিল? তাহলে সেক্ষেত্রে তিনি চশমা পরে ছিলেন কেন?'

এই সময় নির্যাতিতার পক্ষের আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, 'হতে পারে শুয়ে পড়েছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন।'

প্রধান বিচারপতি বলেন, 'দেহ চশমা পরা অবস্থায় পাওয়া গিয়েছিল?'

আরও পড়ুন

তার উত্তরে অপর আইনজীবী বলেন, 'চশমা পরে ছিলেন না। ঘটনার দিনে সিজার লিস্টে বলা হয়েছে, চশমাটা ভাঙা ছিল। তাঁর পাশে পড়ে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল, ম্যাট্রেসের উপর।'

অন্যদিকে চিকিৎসক সংগঠনের পক্ষের আইনজীবী বলেন, 'তিনি ক্লান্তির কারণে চশমাটা খুলতে ভুলে যেতেও পারেন, ঘুমিয়ে পড়েছিলেন।'

Read more!
Advertisement
Advertisement