Advertisement

Tejaswi Yadav: 'মন দিয়ে ভোটার তালিকায় নিজের নাম দেখুন', তেজস্বী যাদবের অভিযোগের জবাব নির্বাচন কমিশনের

'সার'-র খসড়া তালিকায়বাদ পড়েছে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবের নাম? শনিবার কমিশনের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন লালু-পুত্র। পাটনায় এক সংবাদ সম্মেলনে তেজস্বী দাবি করেন, 'বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এর সময় আমি গণনার ফর্ম ফিলআপ করেছিলাম। কিন্তু আমার নাম খসড়া ভোটার তালিকায় নেই। আমি আসন্ন বিধানসভা নির্বাচনে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করব?" যদিও তেজস্বীর এহেন দাবি উড়িয়ে দেয় নির্বাচন কমিশন।

তেজস্বী প্রসাদ যাদবতেজস্বী প্রসাদ যাদব
Aajtak Bangla
  • পাটনা,
  • 02 Aug 2025,
  • अपडेटेड 2:43 PM IST

'সার'-র খসড়া তালিকায়বাদ পড়েছে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবের নাম? শনিবার কমিশনের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন লালু-পুত্র। পাটনায় এক সংবাদ সম্মেলনে তেজস্বী দাবি করেন, 'বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এর সময় আমি গণনার ফর্ম ফিলআপ করেছিলাম। কিন্তু আমার নাম খসড়া ভোটার তালিকায় নেই। আমি আসন্ন বিধানসভা নির্বাচনে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করব?" যদিও তেজস্বীর এহেন দাবি উড়িয়ে দেয় নির্বাচন কমিশন। তারা একটি ছবি শেয়ার করে যাতে জ্বলজ্বল করছে তেজস্বীর নাম।

তেজস্বী দাবি করেন, তাঁর ECIP নম্বর RAB2916120 লিখে সার্চ করার পর 'কোনও রেকর্ড পাওয়া যায়নি'। তবে, নির্বাচন কমিশন তেজস্বী যাদবের এই দাবি উড়িয়ে খসড়া তালিকা প্রকাশ করে। তাতে তেজস্বীর ছবি সহ নাম রয়েছে বলে দেখা যায়। নির্বাচন কমিশন ভোটার তালিকার ফর্ম্যাটও প্রকাশ করেছে, যেখানে তেজস্বীর নাম, বয়স, বাবার নাম এবং বাড়ির নম্বর তার ছবির সঙ্গে রয়েছে। খসড়া ভোটার তালিকায় তেজস্বী যাদবের নাম রয়েছে ৪১৬-এ। কমিশন বলে, 'ভালো করে মিলিয়ে দেখুন নাম আছে কিনা।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের মতে, বিহারে SIR প্রক্রিয়াটি ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে শেষ হবে। অর্থাৎ, কমিশন তাদের ওয়েবসাইটে যে খসড়া ভোটার তালিকা আপলোড করেছে তা চূড়ান্ত নয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার আশ্বস্ত করেছেন, বিহারের সমস্ত ভোটার এবং রাজনৈতিক দলগুলিকে ১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে সংশোধিত ভোটার তালিকার উপর দাবি এবং আপত্তি জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।

Read more!
Advertisement
Advertisement