Advertisement

Nepal : ভারতের ৩টি অঞ্চল হঠাত্‍ নেপালের ম্যাপে কেন? তীব্র বিতর্ক

মানচিত্রের নতুন সংস্করণ সম্পর্কে নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্কের একজন মুখপাত্র জানিয়েছেন, পুরোনো ১০০ টাকার নোটেও এই মানচিত্রটি ছিল। তবে সরকারের সিদ্ধান্ত অনুসারে তা সংশোধন করা হয়েছে।

নেপালের বিতর্কিত মানচিত্র নেপালের বিতর্কিত মানচিত্র
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 27 Nov 2025,
  • अपडेटेड 6:14 PM IST
  • ফের বিতর্কে নেপাল
  • ভারতের আপত্তি সত্ত্বেও মানচিত্রে বিতর্কিত কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে অন্তর্ভুক্ত করল নেপাল

ফের বিতর্কে নেপাল। ভারতের আপত্তি সত্ত্বেও মানচিত্রে বিতর্কিত কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে অন্তর্ভুক্ত করল নেপাল। বৃহস্পতিবার ওই দেশের কেন্দ্রীয় ব্য়াঙ্ক ১০০ টাকার নোট প্রকাশ করেছে। সেখানে সেই দেশের সংশোধিত মানচিত্রকে জায়গা দেওয়া হয়েছে। তাতেই দেখা যাচ্ছে, ভারত যে সব অঞ্চলগুলো নিজের বলে দাবি করে, সেগুলোকে নেপাল তাদের মানচিত্রে রেখেছে। 

PTI-এর এক প্রতিবেদন অনুসারে, নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক কর্তৃক জারি করা নতুন নোটটিতে প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে। নোটটি ইস্যুর তারিখ ২০৮১ বঙ্গাব্দ, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ২০২৪ সাল। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের সময়, সংসদীয় অনুমোদনের পর নেপাল ২০২০ সালের মে মাসে তাদের মানচিত্র আপডেট করে। সেই সময়ও ভারতের ওই সব এলাকাগুলোকে নিজেদের ম্য়াপে দেখিয়েছিল নেপাল। 

মানচিত্রের নতুন সংস্করণ সম্পর্কে নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্কের একজন মুখপাত্র জানিয়েছেন, পুরোনো ১০০ টাকার নোটেও এই মানচিত্রটি ছিল। তবে সরকারের সিদ্ধান্ত অনুসারে তা সংশোধন করা হয়েছে।

তাঁর আরও দাবি, ১০, ৫০, ৫০০ এবং ১০০০ টাকার নোটে সসেই মানচিত্রটি নেই। শুধুমাত্র ১০০ টাকার নোটে দেশের মানচিত্র রয়েছে। ভারত বরাবর দাবি করেস এসেছে, লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা তাদের ভূখণ্ড। তা নিয়ে নেপালকে সতর্কও করা হয়েছিল। তবে এবারও নতুন নোটে সেই মানচিত্রকেই জায়গা করে দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, কেপি শর্মা ওলির সরকারের আমলে ২০২০ সালে নেপালের ওই মানচিত্রটি তৈরি হয়েছিল। গত বছরের মে মাসে নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্কের নোটে সেই বিতর্কিত মানচিত্র ছাপানো হয়েছিল। তা নিয়ে আপত্তি জানিয়ে আসছে ভারত। সতর্ক করে সাফ জানানো হয়েছিল, নেপাল যা করেছে তা একতরফা পদক্ষেপ। এই কৃত্রিম সম্প্রসারণকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
 

Read more!
Advertisement
Advertisement