Advertisement

Mohan Bhagwat: 'শক্তি থাকলেই দুনিয়া প্রেমের ভাষা বোঝে', ভারত-পাক সংঘাতের মাঝে বললেন মোহন ভাগবত

ভারতের ক্ষমতা দেখেছে গোটা দুনিয়া। বিশ্ব কল্যাণই ভারতের ধর্ম। জয়পুরে এক অনুষ্ঠানে এমন মন্তব্যই করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সম্প্রতি ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পর আরএসএস প্রধানের এহেন মন্তব্য উল্লেখযোগ্য। 

মোহন ভাগবত।মোহন ভাগবত।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 May 2025,
  • अपडेटेड 5:04 PM IST
  • ভারতের ক্ষমতা দেখেছে গোটা দুনিয়া।
  • বিশ্ব কল্যাণই ভারতের ধর্ম।
  • জয়পুরে এক অনুষ্ঠানে এমন মন্তব্যই করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

ভারতের ক্ষমতা দেখেছে গোটা দুনিয়া। বিশ্ব কল্যাণই ভারতের ধর্ম। জয়পুরে এক অনুষ্ঠানে এমন মন্তব্যই করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর কথায়, শক্তি থাকলে, বিশ্ব ভালবাসার কথাও শোনে। সম্প্রতি ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পর আরএসএস প্রধানের এহেন মন্তব্য উল্লেখযোগ্য। 

ঠিক কী বলেছেন মোহন ভাগবত?

আরএসএস প্রধান বলেছেন যে, যদি আপনার কাছে ক্ষমতা থাকে, তা হলে গোটা দুনিয়া ভালবাসার কথা শুনবে। তাঁর কথায়, ত্যাগ ভারতের ঐতিহ্যের মধ্যে পড়ে। এই প্রসঙ্গে ভগবান রামের প্রসঙ্গও টেনেছেন তিনি। ভাগবত বলেছেন যে, এটা ভারতের কর্তব্য বিশ্বকে ধর্ম শেখানো। বিশ্ব কল্যাণই হল আমাদের ধর্ম। হিন্দুত্বের প্রধান কর্তব্য এটা। 


বিশ্বের মধ্যে ভারত প্রচীন দেশ বলেও উল্লেখ করেছেন ভাগবত। গোটা বিশ্বকে ধর্ম সম্পর্কে জানানো ভারতের কর্তব্যের মধ্যে পড়ে। ভাগবত বলেছেন যে, গোটা দুনিয়া আমাদের ক্ষমতা দেখেছে। বিশ্ব কল্যাণ আমাদের ধর্ম। 

কয়েক দিন আগে, দিল্লিতে 'দ্য হিন্দু ম্যানিফেস্টো' বই প্রকাশ অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান বলেছিলেন যে, ঐতিহ্যকে সম্মান জানিয়ে ভারত কখনওই প্রতিবেশী দেশের ক্ষতি করে না। তবে কোনও দেশ বা গোষ্ঠী যদি ভুল পথে চালিত হয় এবং অত্যাচার করে, তা হলে রাজার কাজ হল তাঁর প্রজাদের রক্ষা করা। ভাগবত এ-ও উল্লেখ করেছিলেন যে, রাবণ নিধন করা হয়েছিল তাঁর কল্যাণের জন্যই। রাবণ নিধনকে তিনি অহিংসা বলে অভিহিত করেছেন। এই ঘটনা হিংসার নয় বলেও জানিয়েছেন। তাঁর মতে, যখন কেউ অত্যাচারের সমস্ত সীমা লঙ্ঘন করে এবং তার শোধরানোর কোনও অবকাশ আর থাকে না, তখন তাকে দমন করাও এক ধরনের অহিংসা। তাঁর কথায়, 'এটা রাজার কর্তব্য তাঁর জনগণকে রক্ষা করা এবং অপরাধীদের শাস্তি দেওয়া।'
 

Read more!
Advertisement
Advertisement