বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার বার্তা আরএসএসের। ওপার বাংলায় হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা, অবিচার এবং নিপীড়ন চালাচ্ছে মৌলবাদীরা। তা নিয়ে এবার অখিল ভারতীয় প্রতিনিধি সভায় উদ্বেগ প্রকাশ করল আরএসএস। বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি, পাকিস্তান, ডিপ-স্টেটের উস্কানিতেই বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন বাড়ছে বলে মনে করছে আরএসএস।
বাংলাদেশে একের পর এক মঠ, মন্দির, দুর্গাপুজো প্যান্ডেল, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, মূর্তি ভাঙা, নৃশংস হত্যাকাণ্ড, সম্পত্তি লুটপাটের ঘটনা ঘটেই চলেছে। লাগাতার মহিলাদের ওপর অপহরণ ও নির্যাতন, জোর করে ধর্ম পরিবর্তনের মতো খবর আসছে। এসব ঘটনাকে নিছক রাজনীতির নাম দিতে চায় না অখিল ভারতীয় প্রতিনিধি সভা। তাদের ব্যাখ্যা এতে ধর্মীয় দিকটিকে অস্বীকার করা, সত্য থেকে দূরে সরে যাওয়া বোঝায়।
কিছু আন্তর্জাতিক শক্তি ইচ্ছাকৃতভাবে অবিশ্বাস ও সংঘাতের পরিবেশ তৈরি করে এক দেশকে অন্য দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে ভারতের প্রতিবেশী অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। প্রতিনিধি পরিষদ ভারত-বিরোধী পরিবেশ, পাকিস্তান এবং 'ডিপ স্টেট'-এর সক্রিয়তার দিকে নজর রাখতে হবে। সেগুলিকে তুলে ধরার জন্য আন্তর্জাতিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত চিন্তাধারা এবং বিশেষজ্ঞদের অনুরোধ করে।
তাদের মত, বাংলাদেশের হিন্দু সমাজ সাহসিকতার সঙ্গে শান্তিপূর্ণ, সংগঠিত ও গণতান্ত্রিক পদ্ধতিতে এসব নৃশংসতার বিরোধিতা করেছে। ভারত এবং সারা বিশ্বের হিন্দু সমাজ বাংলাদেশের নৈতিক ও মানসিক সমর্থন দিয়েছে বলে তা প্রশংসনীয় বলে দাবি করে প্রতিনিধিরা।
তারা অভিমত দেয়, রাষ্ট্রসংঘ এবং বিশ্ব সম্প্রদায়ের মতো আন্তর্জাতিক সংস্থাগুলিকে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যে অমানবিক আচরণ করা হচ্ছে, তা গুরুত্ব সহকারে বিবেচনা করা। এই হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের উপর চাপ দেওয়া উচিত।
আরএসএস প্রতিনিধি সভা জাতিসংঘকে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যে অমানবিক আচরণ করা হচ্ছে তা গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য অনুরোধ করেছে।