লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পরও তাঁদের আধার কার্ড সক্রিয় রয়েছে। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে ইন্ডিয়া টুডে টিভির আরটিআই ফাইল সংক্রান্ত তথ্যে। আধার কার্ড সংক্রান্ত তথ্য জানতে আরটিআই ফাইল করেছিল ইন্ডিয়া টুডে টিভি। আরটিআই ফাইলেই আধার কার্ড নিয়ে এমন তথ্য উঠে এসেছে।
জানা গিয়েছে, গত ১৪ বছর আগ চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১.১৫ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। দেশের মৃত্যুর হারের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কম। চলতি বছরের জুন মাসের তথ্য মোতাবেক, ভারতে ১৪২.৩৯ কোটি মানুষের আধার কার্ড রয়েছে।
ইউনাইটেড নেশানস পপুলেশন ফান্ড সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত দেশের মোট জনসংখ্যা ১৪৬.৩৯ কোটি। ২০০৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে দেশে প্রতি বছর গড় মৃত্যুর সংখ্যা ৮৩.৫ লক্ষ। যত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে তার নিরিখে আধার কার্ড নিষ্ক্রিয় করার সংখ্যা অনেকটাই কম।
UIDAI-এর তরফে জানানো হয়েছে, যাঁদের আধার কার্ড রয়েছে, তাঁদের মধ্যে কাদের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরও কাদের আধার কার্ড এখনও চালু রয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কোনও তথ্য নেই। আর এই তথ্যই উদ্বেগ বাড়িয়েছে। কারও মৃত্যুর পরও তাঁর নামে আধার কার্ড চালু থাকলে তার অপব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকী, ওই আধার কার্ড ব্যবহার করে সরকারি পরিষেবা, ভর্তুকির মতো নানা সুবিধাও ভোগ করা যাচ্ছে। এমন তথ্যেই উদ্বেগ বাড়িয়েছে দেশের বিভিন্ন মহলে।