Advertisement

Vladimir Putin- Narendra Modi : মোদীর আমন্ত্রণে সাড়া, ভারত সফরে আসছেন পুতিন

গত বছর মস্কো গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণে সাড়া দিলেন পুতিন। সব ঠিক থাকলে খুব শীঘ্রই ভারত সফরে আসবেন তিনি।

Narendra Modi,Vladimir PutinNarendra Modi,Vladimir Putin
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 27 Mar 2025,
  • अपडेटेड 3:22 PM IST
  • মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন
  • মোদীর সঙ্গে নানা বিষয়ে আলোচনা হতে পারে রাশিয়ার প্রেসিডেন্টের

গত বছর মস্কো গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণে সাড়া দিলেন পুতিন। সব ঠিক থাকলে খুব শীঘ্রই ভারত সফরে আসবেন তিনি। বৃহস্পতিবার রাশিয়ার তরফে এই কথা জানানো হয়েছে। ২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লড়ছে রাশিয়া। তারপর এই প্রথম ভারত সফরে আসছেন পুতিন। 

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ পুতিনের ভারত সফরের পরিকল্পনার কথা নিশ্চিত করেছিলেন। তিনি জানান, পুতিন ভারতে যাবেন। সেই পরিকল্পনা শুরু হয়েছে। তবে ঠিক কবে আসবেন তা এখনও জানা যায়নি। লাভরভের কথায়, 'পুতিন ভারতে যাবেন। সেই দেশের প্রধানের সঙ্গে বৈঠক করবেন। ভারতের প্রধানমন্ত্রী আমাদের দেশে এসেছিলেন। এবার আমাদের পালা।'

দুই দেশের নেতা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও আমেরিকা নিয়ে আলোচনা হতে পারে। গোটা বিশ্বের জলবায়ু, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কীভাব আরও উন্নত করা যায়, সেই প্রসঙ্গে বৈঠকে বসতে পারেন মোদী-পুতিন। 

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে ভারত কাদের পক্ষ নেবে তা নিয়ে গোটা বিশ্বের নজর ছিল। তবে ভারত নিরপেক্ষ থেকেছে। দুই দেশকেই সমর্থন বা অসমর্থন করেনি। বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে, যুদ্ধ না করার পক্ষে সওয়াল করেছেন। তিনি পুতিনকে বলেছেন, 'এটা যুদ্ধ করার সময় নয়।' 

এবং মোদীই হলেন পৃথিবীর সেই নেতাদের মধ্যে একজন যিনি রাশিয়া ও ইউক্রেন এই দুই দেশের সঙ্গেই সম্পর্ক ভালো রেখে চলেছেন। এবং পুতিন  ও জেলেনস্কি দুজনের সঙ্গেই দেখা করেছেন। 

এর আগে মোদী ও পুতিনের ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দুজন মিলে হর্ষ শো দেখেছিলেন, গল্ফ কোর্টেও দেখা গিয়েছিল দুই দেশের রাষ্ট্রপ্রধানকে।  

Read more!
Advertisement
Advertisement