Google Map Hazard: প্রযুক্তির যুগে গুগল ম্যাপ আমাদের পথ দেখায়, কিন্তু কখনও কখনও এই প্রযুক্তিই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরের দেববন্দ এলাকায়, যেখানে রাস্তা খুঁজতে গিয়ে দুই বন্ধু হারালেন তাদের গাড়ি!
৫ ফেব্রুয়ারি গভীর রাতে মেরঠের বাসিন্দা ফিরোজ ও তার বন্ধু নওশাদ একটি ওয়াগনআর গাড়ি নিয়ে শামলি যাচ্ছিলেন। বন্ধুর দেওয়া লোকেশন অনুসরণ করে গুগল ম্যাপে দিকনির্দেশ চালু করেন তারা। কিন্তু প্রযুক্তির ভুলের কারণে নির্জন এক মাঠে গিয়ে পৌঁছান।
রাতের অন্ধকারে ভুল পথ, গমের ক্ষেতে ফেঁসে গেল গাড়ি
রাত তখন প্রায় ২টা। নির্জন রাস্তা, চারপাশে নিস্তব্ধতা। গুগল ম্যাপ অনুসরণ করতে করতে একসময় বুঝতে পারেন, তারা ভুল পথে চলে এসেছেন। ফিরোজ গাড়ি ঘুরিয়ে ফিরে আসতে চাইলে সেটি গিয়ে পড়ে এক গমের ক্ষেতে। অনেক চেষ্টা করেও গাড়ি টেনে বের করতে পারছিলেন না।
বিপদে পড়ে তারা আশেপাশে সাহায্যের আশায় তাকান। কিছুক্ষণ পরেই একদল যুবক মোটরসাইকেলে করে তাদের কাছে আসে। প্রথমে তারা আন্তরিকভাবেই সাহায্য করতে চায়। সবাই মিলে গাড়ি ঠেলে তোলার চেষ্টা করে। কিন্তু আসল বিপদ তখনও অপেক্ষা করছিল।
সহযোগিতার ফাঁদে প্রতারণা: গাড়ি নিয়ে পালিয়ে গেল যুবকরা!
গাড়ি যখন অবশেষে মাঠ থেকে বেরিয়ে আসে, তখনই ঘটে চাঞ্চল্যকর কাণ্ড! হঠাৎই এক যুবক দ্রুত চালকের আসনে বসে স্টার্ট দিয়ে দিল। চোখের পলকে গাড়িটি নিয়ে সোজা উধাও! বাকিরা তখন মোটরসাইকেলে চেপে দ্রুত পালিয়ে যায়।
ফিরোজের মাথায় বাজ পড়ার মতো অবস্থা! তার মোবাইলও ছিল গাড়ির ভেতরে, ফলে প্রথমে কারও সাথে যোগাযোগও করতে পারছিলেন না। তবে ভাগ্যক্রমে তার কাছে আরেকটি ফোন ছিল, যার মাধ্যমে তিনি ১১২ নম্বরে ডায়াল করে পুলিশকে পুরো ঘটনা জানান।
পুলিশি তদন্ত শুরু, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে
ঘটনার পরপরই ফিরোজ ও নওশাদ দেববন্দ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্তে নামে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে শুরু করে। পুলিশের দাবি, খুব শীঘ্রই দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।ফিরোজ এ ঘটনায় হতভম্ব। তিনি বলেন, "গুগল ম্যাপের ওপর নির্ভর করেই চলছিলাম, ভাবিনি যে এটা আমাদের এত বড় বিপদে ফেলবে।"
প্রযুক্তির সুবিধা নাকি ফাঁদ?
এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, তা অন্ধভাবে অনুসরণ করা বিপজ্জনক হতে পারে। গুগল ম্যাপের নির্দেশনার ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে, আগে থেকেই রাস্তা সম্পর্কে কিছুটা ধারণা রাখা নিরাপদ। নাহলে, ফিরোজ ও নওশাদের মতো যেকোনো মুহূর্তে যে কেউ অজানা বিপদে পড়ে যেতে পারেন!