Advertisement

Saif Ali Khan: ন্যানিকে পণবন্দি করে ১ কোটি দাবি, সইফকে কেন টার্গেট? জোরালো রহস্য

সইফ আলি খানের ওপর হামলার বিষয়ে মুম্বই পুলিশ জানিয়েছে, বুধবার রাত ২টোর দিকে একজন অজ্ঞাত ব্যক্তি অভিনেতার বাড়িতে ঢুকে পড়ে। সেখানে উপস্থিত পরিচারিকার সঙ্গে তর্ক শুরু করে। সইফ দুজনের মাঝখানে এসে তাকে বোঝানোর চেষ্টা করেন।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 16 Jan 2025,
  • अपडेटेड 9:04 PM IST
  • সইফ আলি খানের ওপর হামলার বিষয়ে মুম্বই পুলিশ জানিয়েছে, বুধবার রাত ২টোর দিকে একজন অজ্ঞাত ব্যক্তি অভিনেতার বাড়িতে ঢুকে পড়ে।
  • সেখানে উপস্থিত কাজের মেয়ের সঙ্গে তর্ক শুরু করে।

সইফ আলি খানের ওপর হামলার বিষয়ে মুম্বই পুলিশ জানিয়েছে, বুধবার রাত ২টোর দিকে একজন অজ্ঞাত ব্যক্তি অভিনেতার বাড়িতে ঢুকে পড়ে। সেখানে উপস্থিত পরিচারিকার সঙ্গে তর্ক শুরু করে। সইফ দুজনের মাঝখানে এসে লোকটিকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ক্ষিপ্ত ব্যক্তি সইফ আলি খানকে আক্রমণ করে। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সে ধারালো বস্তু দিয়ে ৬ বার সইফের ওপর হামলা করে। তবে বর্তমানে অভিনেতার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, আততায়ী তৈমুরের ন্যানির মুখোমুখি হয়েছিল। এজন্য সে ১ কোটি টাকা দাবি করেছিল। তবে সইফের কাছে সে কিছুই চায়নি। শিশুদেরও বন্দী করেনি। সে ন্যানিকে আক্রমণ করেছিল।

এদিকে সইফ আলি খান মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল। বুধবার গভীর রাতে সইফের বাড়িতে অনুপ্রবেশ করে এক ব্যক্তি। পরিবারের পরিচারিকা প্রথমে এই ব্যক্তিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে, সইফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আক্রমণকারী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে সাইফের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে ৬ বার আঘাত করে। 

মুম্বই পুলিশ জানিয়েছে, আক্রমণকারী সম্ভবত সাইফের বাড়ির ভিতরে কোনও গোপন নালিপথ দিয়ে প্রবেশ করেছিল। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, বাড়ির পাঁচজন কর্মচারীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement