Advertisement

Same Sex Marriage : বিয়ে কোনও মৌলিক অধিকার নয় : সুপ্রিম কোর্ট

সমলিঙ্গের বিয়ের স্বীকৃতি দেয়নি সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সমলিঙ্গের সম্পর্কের অধিকার মেনে নিয়েছে। সমলিঙ্গের মানুষদের অধিকার সুনিশ্চিত হওয়ার বিষয়েও জোর দিয়েছে। কিন্তু, সমলিঙ্গের মানুষদের বিয়ের অধিকারকে স্বীকৃতি দেওয়া সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব নয়।

সমকামী বিয়ে সমকামী বিয়ে
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 18 Oct 2023,
  • अपडेटेड 12:19 PM IST
  • সমলিঙ্গের বিয়ের স্বীকৃতি দেয়নি সুপ্রিম কোর্ট
  • পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সমলিঙ্গের সম্পর্কের অধিকার মেনে নিয়েছে

সমলিঙ্গের বিয়ের স্বীকৃতি দেয়নি সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সমলিঙ্গের সম্পর্কের অধিকার মেনে নিয়েছে। সমলিঙ্গের মানুষদের অধিকার সুনিশ্চিত হওয়ার বিষয়েও জোর দিয়েছে। কিন্তু, সমলিঙ্গের মানুষদের বিয়ের অধিকারকে স্বীকৃতি দেওয়া সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব নয়। 

কেন বিয়ের স্বীকৃতি দিল না সুপ্রিম কোর্ট ? সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, সমপ্রেমী যুগলদের রে বিবাহের মৌলিক অধিকার সম্ভব নয়। কারণ বিয়ে কোনও মৌলিক অধিকার নয়। কারও ক্ষেত্রেই বিয়ে মৌলিক অধিকার নয়। বিভিন্ন সময় বিয়ে নিয়ে ধারণা বদলেছে। 

সমলিঙ্গের বিয়ের অধিকারকে আইনি স্বীকৃতির দেওয়ার দাবি খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, সমলিঙ্গের বিয়ের অধিকার নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সংসদ নেবে। কারণ, এই অধিকার সুপ্রিম কোর্টের নেই। সংসদ সদস্যরাই এটা করতে পারেন। অর্থা্ৎ এবার যা সিদ্ধান্ত নেওয়ার সুপ্রিম কোর্টই নেবে। 

সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ একথাও জানায়,'ইতিহাসবিদদের কাজ করতে পারবে না আদালত। বিয়ে নামে প্রতিষ্ঠানটির অনেক পরিবর্তন হয়েছে। সতীদাহ প্রথা থেকে শুরু করে বিধবা বিবাহ কিংবা ভিন জাতে বিয়ে, সব নিয়মেই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে। তাই এখনই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।'

সুপ্রিম কোর্ট আরও জানায়, কোনও রূপান্তরিত মহিলা কোনও পুরুষকে বিয়ে করতে চাইলে অথবা কোনও রূপান্তরিত পুরুষ মহিলাকে বিয়ে করতে চাইলে তাতে বাধা নেই। সে ক্ষেত্রে তাঁদের পুরুষ এবং মহিলা হিসেবেই দেখা যাবে।

তবে বিয়ে মৌলিক অধিকার না হলেও জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষমতা মৌলিক অধিকার বলেই গণ্য করা হয়। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে জীবন ও স্বাধীনতার অধিকারের মধ্যেই জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement