Advertisement

Priyanka Upendra: সাইবার ক্রাইমের ফাঁদে প্রিয়াঙ্কা, দেড় লাখ টাকা লোপাট, বিহারের যুবক গ্রেফতার়

কন্নড় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা উপেন্দ্র ও তার স্ত্রী প্রিয়াঙ্কা উপেন্দ্র সাইবার জালিয়াতির শিকার হলেন। হ্যাকাররা দম্পতির কাছ থেকে প্রায় ১.৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ঘটনাটিতে যুক্ত থাকার অভিযোগে বিহারের বাসিন্দা বিকাশ কুমারকে গ্রেফতার করেছে সদাশিবনগর পুলিশ।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Nov 2025,
  • अपडेटेड 11:59 AM IST
  • কন্নড় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা উপেন্দ্র ও তার স্ত্রী প্রিয়াঙ্কা উপেন্দ্র সাইবার জালিয়াতির শিকার হলেন।
  • হ্যাকাররা দম্পতির কাছ থেকে প্রায় ১.৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

কন্নড় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা উপেন্দ্র ও তার স্ত্রী প্রিয়াঙ্কা উপেন্দ্র সাইবার জালিয়াতির শিকার হলেন। হ্যাকাররা দম্পতির কাছ থেকে প্রায় ১.৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ঘটনাটিতে যুক্ত থাকার অভিযোগে বিহারের বাসিন্দা বিকাশ কুমারকে গ্রেফতার করেছে সদাশিবনগর পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকাশ এবং তার সহযোগীরা একটি বড় মাপের সাইবার অপরাধ চক্র চালাচ্ছিল। ঘটনাটি ঘটে ১৫ সেপ্টেম্বর। প্রিয়াঙ্কা অনলাইনে একটি পণ্য অর্ডার করেন। এবং কিছুক্ষণ পর তাঁর ফোনে একটি লিঙ্ক আসে। সেটিতে ক্লিক করতেই তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এরপর তাঁর পরিচিতদের কাছে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে বার্তা পাঠানো হয়।

প্রিয়াঙ্কার পরিচিতদের মধ্যে ক'য়েকজন ওই বার্তাকে বিশ্বাস করে টাকা পাঠিয়ে দেন। এমনকি উপেন্দ্র ও তাঁদের ম্যানেজারের ফোনও হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। সবচেয়ে অবাক করার বিষয়, দম্পতির ছেলেও নিজের মায়ের অনুরোধ ভেবে ৫০,০০০ টাকা ট্রান্সফার করে। 

অল্প সময়ের মধ্যে একাধিক আর্থিক লেনদেনের পর উপেন্দ্র পরিবার বুঝতে পারেন তাঁরা সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁরা সদাশিবনগর থানায় অভিযোগ দায়ের করেন।

তদন্তে পুলিশ বিহারের দশরথপুর পর্যন্ত এই প্রতারণা চক্রের সূত্র খুঁজে পায়। জানা গেছে, ওই অঞ্চলের অন্তত ১৫০ জন যুবক সাইবার অপরাধে জড়িত। বিকাশ কুমারকে গ্রেফতার করে বেঙ্গালুরুতে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
বর্তমানে সেন্ট্রাল ডিভিশন সাইবার পুলিশ এবং সদাশিবনগর থানার কর্মকর্তারা যৌথভাবে তদন্ত চালাচ্ছেন। পুলিশের দাবি, উপেন্দ্র–প্রিয়াঙ্কা দম্পতিকে টার্গেট করেছিল একটি অভিজ্ঞ হ্যাকিং দল, যারা আগে থেকেই উচ্চপ্রোফাইল ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে প্রতারণা চালাত।

 

Read more!
Advertisement
Advertisement