Advertisement

'আর কত বোকা বানাবেন?', প্রশ্ন সুরজেওয়ালার, সরব সৌগতও

শনিবার এক ট্যুইটে একথা ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ট্যুইটে লেখেন, প্রতি লিটার পেট্রোলে ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা এক্সাইজ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পেট্রোলের দাম লিটার প্রতি কমবে ৯.৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি কমবে ৭ টাকা। 

রণদীপ সিং সুরজেওয়ালা ও সৌগত রায় (বামদিক থেকে)রণদীপ সিং সুরজেওয়ালা ও সৌগত রায় (বামদিক থেকে)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 May 2022,
  • अपडेटेड 10:56 PM IST
  • পেট্রোল-ডিজেলের দাম কমালো কেন্দ্র
  • সমালোচনায় সরব বিরোধীরা
  • তীব্র প্রতিক্রিয়া সৌগত-সুরজেওয়ালার

আবারও এক্সাইজ ডিউটি কমানোর মাধ্যমে পেট্রোল-ডিজেলের মূল্যহ্রাসের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার এক ট্যুইটে একথা ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ট্যুইটে লেখেন, প্রতি লিটার পেট্রোলে ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা এক্সাইজ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পেট্রোলের দাম লিটার প্রতি কমবে ৯.৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি কমবে ৭ টাকা। 

তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "সম্প্রতি পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ১০ টাকা করে বাড়িয়ে এটা যথেষ্ট নয়। রাজ্যেগুলির ওপরে চাপ দেওয়ার পরিবর্তে কেন্দ্রের এখনও এক্সাইজ ডিউটি কমানোর নমনীয়তা রয়েছে, কারণ রাজ্যগুলির অর্থনীতি সমস্যার মধ্যে রয়েছে।" 

একইসঙ্গে কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেসের রণদীপ সুরজেওয়ালাও। তিনি লেখেন, "প্রিয় অর্থমন্ত্রী, জনগণকে আর কত বোকা বানাবেন? ডিজেলের দাম আজ লিটার প্রতি ৯৬.৬৭ টাকা। আপনি ডিজেলের দাম ৭ টাকা কমিয়েছেন। ঠিক ৬০ দিন আগে ২১ মার্চ ২০২২-এ ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৮৬.৬৭ টাকা। ৬০ দিনে আপনি প্রথমে ডিজেলের দাম প্রতি লিটার ১০ টাকা বাড়িয়েছেন এবং এখন ৭ টাকা কমিয়েছেন। লাভ কি?" 

আরও পড়ুন

সুরজেওয়ালা আরও লেখেন, "জনগণকে আর কত বোকা বানাবেন? পেট্রোলের দাম আজ লিটার প্রতি ১০৫.৪১ টাকা। আপনি পেট্রোলের দাম কমিয়েছেন ৯.৫০ টাকা। ঠিক ৬০ দিন আগে ২১ মার্চ ২০২২-এ পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৯৫.৪১ টাকা। ৬০ দিনে আপনি প্রথমে পেট্রোলের দাম লিটার প্রতি ১০ টাকা বাড়িয়েছেন এবং এখন ৯.৫০ টাকা কমিয়েছেন।" 

 

Read more!
Advertisement
Advertisement