Advertisement

Valentines day: ভ্যালেন্টাইনস ডে-এর দিন জড়িয়ে ধরুন গরুকে, পরামর্শ কেন্দ্রের

ভ্যালেন্টাইনস ডে-এর সঙ্গে কোনওকালেই সম্পর্ক ভালো ছিল না হিন্দুত্ববাদী সংগঠনদের। অতীতে প্রেম দিবসে যুগলদের ওপর চরাও হতে দেখা গিয়েছে নীতি পুলিশদের। তবে এবার খোদ মোদী সরকার ভ্যালেন্টাইন ডে নিয়ে বিশেষ পরামর্শ দিল।

কাউ হাগ ডেকাউ হাগ ডে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Feb 2023,
  • अपडेटेड 9:17 AM IST
  • ভ্যালেন্টাইনস ডে-এর সঙ্গে কোনওকালেই সম্পর্ক ভালো ছিল না হিন্দুত্ববাদী সংগঠনদের
  • বুধবার পশু কল্যাণ বোর্ড ১৪ ফেব্রুয়ারি উপলক্ষ্যে এক বিবৃতি জারি করল
  • আর সেই বিবৃতিতে বলা আছে যে ভ্যালেন্টাইনস ডে-এর আগে গরুকে আলিঙ্গন করুন

ভ্যালেন্টাইনস ডে-এর সঙ্গে কোনওকালেই সম্পর্ক ভালো ছিল না হিন্দুত্ববাদী সংগঠনদের। অতীতে প্রেম দিবসে যুগলদের ওপর চরাও হতে দেখা গিয়েছে নীতি পুলিশদের। তবে এবার খোদ মোদী সরকার ভ্যালেন্টাইন ডে নিয়ে বিশেষ পরামর্শ দিল। এক সপ্তাহেরও কম সময় রয়েছে ভ্যালেন্টাইনস ডে আসতে। আর তার আগে বুধবার পশু কল্যাণ বোর্ড ১৪ ফেব্রুয়ারি উপলক্ষ্যে এক বিবৃতি জারি করল। আর সেই বিবৃতিতে বলা আছে যে ভ্যালেন্টাইনস ডে-এর আগে গরুকে আলিঙ্গন করুন। 

কেন্দ্রের বিবৃতি
কেন্দ্রের পশু কল্যাণ বোর্ড প্রেম দিবসে কী করা উচিৎ সেই সংক্রান্ত বিবৃতিতে বলেছে যে গরুকে আলিঙ্গন করলে তা মানসিক সমৃদ্ধি ও যৌথ সুখ আনবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমরা সকলেই জানি যে গরু ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, যা আমাদের জীবনকে টিকিয়ে রাখে এবং গবাদি পশুর সম্পদ এবং জীববৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করে। এটি কামধেনু এবং গোমাতা নামে পরিচিত কারণ এর পুষ্টিকর প্রকৃতি মায়ের মতো, সে সকলের দাতা, যা মানবজাতিকে সম্পদ প্রদান করে।

কেন্দ্রের বিবৃতি

 

আরও পড়ুন

গরু নিয়ে আবেগ বিজেপির
প্রসঙ্গত, কেন্দ্রে বিজেপি সরকার আসার পর গরুকে বারংবার শিরোনামে এনেছে তারা। গরুর মাংস খাওয়া নিয়ে বিতর্ক, হিংসা, গোমাতা রক্ষা, গরু রক্ষণাবেক্ষণে সরকারি উদ্যোগ গোয়াল তৈরি যেমন হয়েছে, অন্যদিকে গরুর উপকারিতা নিয়ে আজব সব দাবি উঠেছে। করোনা মহামারির সময় গোবর, গোমূত্র সেবন করলে তা সেরে যাবে এরকম দাবিও উঠেছিল গেরুয়া শিবিরের একাধিক নেতা-মন্ত্রীদের তরফ থেকে। এমনকী গরুর দুধে সোনা আছে বলে দাবি করেছিলেন রাজ্যের অন্যতম বিরোধী নেতা দিলীপ ঘোষ।

কাউ হাগ ডে

 

কাউ হাগ ডে
পশু কল্যাণ বোর্ড এও জানিয়েছেন যে পাশ্চাত্য সংস্কৃতির ভিড়ে বৈদিক সংস্কৃতি মুছে যেতে বসেছে। বিবৃতিতে বলা হয়েছে, 'পশ্চিমা সভ্যতার চমক আমাদের ভৌত সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রায় বিস্মৃত করে দিয়েছে।' যারা গরুকে ভালবাসে তারা যেন ১৪ ফেব্রুয়ারি গবাদি পশুকে আলিঙ্গন করেন। তাতে জীবন আরও সুখের হয়ে উঠবে। এভাবেই ‘গরু আলিঙ্গন দিবস’ তথা ‘কাউ হাগ ডে’ পালনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় বোর্ড।  
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement