
বোরখা পরতে অস্বীকার, বিদেশে থাকার স্বপ্ন, জঙ্গি সংগঠনের মহিলা মাস্টারমাইন্ড শাহিনকে নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন স্বামীর। ফরিদাবাদের 'হোয়াইট-কলার' জঙ্গি মডিউলের অন্যতম অভিযুক্ত ডাঃ শাহিন, যে নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মহম্মদ(জেইএম)-এর জন্য মহিলা সদস্য নিয়োগ করত বলে অভিযোগ। সে একসময় সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করতেন। তার প্রাক্তন স্বামী, কানপুরের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ জাফর হায়াত জানিয়েছেন, শাহিন কখনও বোরখা পরতে পছন্দ করতেন না, এমনকি বোরখা পরা মহিলাদের সঙ্গেও হাঁটতে চাইতেন না।
'আজতকে'র এক সাক্ষাৎকারে হায়াত বলেন, 'শাহিন শুধুমাত্র পরিবারের বাড়িতে গেলে বোরখা পরতেন। বাজারে বা কোনও পাবলিক প্লেসে কখনও বোরখা পরতেন না।' তিনি জানান, এই তথ্য তিনি কানপুরে ক্রাইম ব্রাঞ্চের অফিসারদেরও জানিয়েছেন।
হায়াত আরও জানান, একসময় তিনি একটি বিবাহ সংক্রান্ত বিজ্ঞাপনের মাধ্যমে শাহিনকে বিয়ে করেন। বিয়ের পর তারা কানপুরে বসবাস শুরু করেন। তাদের দুটি সন্তানও রয়েছে। তবে ২০১৩ সালে শাহিন শরিয়া আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন, যা হায়াতের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল।
তিনি বলেন, 'শাহিন সবসময় বলত, ভারতে কিছু নেই। সে বিদেশে, বিশেষ করে আমেরিকা বা ব্রিটেনে বিলাসবহুল জীবনযাপন করতে চায়।' সন্তানদের প্রতিও তাঁর দৃষ্টিভঙ্গি ছিল কঠোর। হায়াত বলেন, 'সে অন্য ডাক্তারদের সন্তানদের সঙ্গে আমার বাচ্চাদের খেলতে দিত না।'
বিচ্ছেদের পর থেকে শাহিনের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেননি হায়াত। তিনি বলেন, 'বিচ্ছেদের পর থেকে সে কখনও ফোন করেনি, আমিও করিনি। আমার নতুন স্ত্রী ও সন্তানদের সঙ্গে এখন আমি আলাদা থাকি। আমার বাচ্চারা তাদের মায়ের সম্পর্কে কিছু জানে না।'