"বড় দাড়ি রাখলেই কেউ রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যান না", নাম না করে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতে (Narendra Modi) নিশানা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেন শশী (Shashi Panja)। ২০২১-এ অমিত শাহ (Amit Shah) যখন শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলে উল্লেখ করেছিলেন, সেই প্রসঙ্গও এদিন উত্থাপন করেন তিনি।
শশী পাঁজা বলেন, "আজ তাঁরা এখানে (বাংলায়) রয়েছেন। একটা সময় সময় ছিল যখন তাঁরা জানতেন না যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কোনটা, আর কর্মভূমি কোনটা। আশা করি এখন তাঁরা জেনে গিয়েছেন যে, রবীন্দ্রনাথের জন্মভূমি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং কর্মভূমি শান্তিনিকেতনের বিশ্বভারতী"।
রাজ্যের মন্ত্রী আরও অভিযোগ করে বলেন, "এখন পার্থক্যটি দেখুন, আজ জন্মভূমি উন্মুক্ত, যেখানে তিনি (অমিত শাহ) শ্রদ্ধা নিবেদন করছেন। কিন্তু কর্মভূমি, শান্তির আবাস, যা রবীন্দ্রনাথ ঠাকুরের মতাদর্শের উপর পরিচালিত হওয়া উচিত ছিল, সেখানে গৈরিকীকরণ চাপিয়ে দেওয়া হয়েছে। আমি আশা করি যে তাঁরা ২০২১ সালের আগে প্রচারে আসার সময় যে ধারণা নিয়ে এসেছিলেন, তার থেকে বেরিয়ে এসেছেন"।
একইসঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে শশী পাঁজা বলেন, "আপনারা সকলেই একজনকে চেনেন। আমি নাম করবো না। লম্বা দাড়ি রাখছিলেন এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কাটবেন না। তবে শুধু দাড়ি রাখলেই আপনি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবেন না"। একইসঙ্গে উত্তরপ্রদেশ শিশুদের পাঠ্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়বস্তু মুছে ফেলা প্রসঙ্গে শশী পাঁজা বলেন, "আপনারা শিশুদের পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে মুছে ফেলছেন, আর এখানে মাল্যদান করছেন"।
এদিকে শশী পাঁজার এই মন্তব্যের পাল্টা সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি প্রশ্ন তোলেন, "কেন তাঁরা প্রধানমন্ত্রী মোদীর নাম ব্যবহার করা থেকে বিরত আছেন? তাঁরা কি ভয় পাচ্ছেন যে, যখন তাঁদের প্রধান দুর্নীতির কারণে খরচের ব্যাখ্যা দিতে না পেরে অর্থের জন্য ভিক্ষা করতে যাবেন, তখন তাঁরা কথা শোনা হবে না"?
আরও পড়ুন - Live Updates : মহারাষ্ট্র-কর্ণাটকও দখলে রাখতে পারে কংগ্রেস, ২৮ আসন জয়ের সম্ভাবনা