সন্ত্রাসবাদকে মাথাচাড়া দিতে নিরন্তর মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান। এবার আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে এক্সপোজ করতে উদ্যোগী ভারত। আর এই ইস্যুতে একজোট হয়েছে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি। 'অপারেশন সিঁদুর'-এর পর বড়সড় কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। ৭ জনের সর্বদলীয় প্রতিনিধি দলকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছে মোদী সরকার। রাজনীতির ঊর্ধ্বে উঠে নেওয়া সিদ্ধান্ত হলেও সত্যিই কি এই ইস্যু থেকে বাদ পড়ল রাজনীতি? তাৎপর্যপূর্ণ ভাবে 'অপারেশন টিম ইন্ডিয়া'-র এই প্রতিনিধি দলে নাম রয়েছে শশী থারুর, সুপ্রিয়া সুলেরও। যা বর্তমানে চর্চার বিষয় বস্তু হয়ে উঠেছে।
কংগ্রেস নেতৃত্ব এবং শশী থারুরের মধ্যে দূরত্ব কি আরও চওড়া হল? কেন্দ্র কংগ্রেসের পরামর্শ না মেনে কেরলের সাংসদকেই ভারতের এই প্রতিনিধি দলে বেছে নিয়েছে। কেন্দ্রের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আশ্চর্যজনক ভাবে কংগ্রেসের মিডিয়া-ইন-চার্জ জয়রাম রমেশ জানান, শশী থারুরের নাম দলের অনুমোদিত তালিকায় ছিল না। কংগ্রেস চেয়েছিল আনন্দ শর্মা, গৌরব গগৈ, সইদ নাসির হুসেন অথবা অমরিন্দর সিং রাজার মধ্যে কেউ একজন থাকুক ওই প্রতিনিধি দলে। রাহুল গান্ধী নিজে এই নামগুলি কেন্দ্রীয় মন্ত্রীকে এই নামগুলি পাঠিয়েছিলেন বলেও জানান জয়রাম রমেশ।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারত এককাট্টা। ৭ সর্বদলীয় প্রতিনিধিদের নিয়ে তৈরি একটি দল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি বোঝাতে নানা দেশে বার্তা পৌঁছে দেবেন। এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে নেওয়া একটি সিদ্ধান্ত। রাষ্ট্রীয় একতার শক্তিশালী প্রতীক হবে এই টিম, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় মন্ত্রী।
কোন কোন নেতা রয়েছেন এই টিমে?
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতে যাবেন এই টিমের প্রতিনিধিরা। চলতি মাসের শেষেই শুরু হবে সফর। প্রতিনিধিদের তালিকায় রয়েছেন শশী থারুর (কংগ্রেস), রবিশঙ্কর প্রসাদ (BJP), সঞ্জয় কুমার ঝাঁ (JDU), বৈজয়ন্ত পাণ্ডা (BJP), কনিমোই করুণানিধি (DMK), সুপ্রিয়া সুলে (শরদ পাওয়ারের NCP) এবং শ্রীকান্ত শিন্ডে (শিবসেনা)।
কী করবে এই প্রতিনিধি টিম?
ভারত সরকারের উদ্দেশ্য একটাই। প্রতিনিধি দলের মাধ্যমে বিশ্বের দেশগুলিকে স্পষ্ট বার্তা দেওয়া, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলবে। এই টিম তৈরি হয়েছে রাজনৈতিক দলমত নির্বিশেষে। ফলে স্পষ্ট হচ্ছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এককাট্টা।
কোন কোন দেশে হবে সফর?
সূত্রের খবর, এই প্রতিনিধি দল যাবে আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলিতে। ২২ মে-র পর সফর শুরুর সম্ভাবনা।
রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন দল যাবে সৌদি আরব, কুয়েত, বাহারিন এবং আলজিরিয়া। সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন টিম যাবে ওমান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইজিপ্টে। সঞ্জয় ঝাঁয়ের নেতৃত্বাধীন দল পৌঁছবে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। ৭ সাংসদের নেতৃত্বাধীন এই প্রতিনিধি টিমে থাকবেন অনুরাগ ঠাকুর, অপরাজিতা সারঙ্গি, মণীশ তিওয়ারি, আসাদউদ্দিন ওয়াইসি, অমর সিং, রাজীব প্রতাব রুডি, শমীক ভট্টাচার্য, ব্রিজ লাল, সরফরাজ আমেদ, প্রিয়াঙ্কা চতুর্বেদী, বিক্রমজিৎ সহানি, সম্বিত পাত্র এবং ভুবনেশ্বর কালিতা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা সলমান খুরশিদের নামও অন্তর্ভূক্ত করা হয়েছে এই প্রতিনিধি দলে।
রাজি নন সুদীপ
তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব দেওয়া হলেও খারিজ করেছেন তিনি। জানিয়েছেন, স্বাস্থ্য সম্পর্কিত কারণে তিনি এই প্রতিনিধি দলে থাকতে পারছেন না।