Advertisement

Bhopal Encounter: ধর্ষণ করে ছাত্রীদের ধর্ম পরিবর্তনের জন্য ব্ল্যাকমেল! ভোপালে অভিযুক্তের 'শর্ট এনকাউন্টার'

ছোট শহর থেকে আসা তরুণীদের টার্গেট করে ফাঁসাত অভিযুক্ত। এরপর ধর্ষণ করে ব্ল্যাকমেল! তরুণীদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে ফারহান নামে এক যুবককে। প্রকাশ্যে আসে বড়সড় গ্যাংয়ের কুকীর্তি।

Bhopal Encounter Bhopal Encounter
Aajtak Bangla
  • ভোপাল,
  • 03 May 2025,
  • अपडेटेड 8:26 AM IST
  • ধর্ষণে অভিযুক্তের 'শর্ট এনকাউন্টার' ভোপালে
  • কলেজ পড়ুয়াদের ফাঁসিয়ে ধর্ষণের অভিযোগ
  • ধর্ম পরিবর্তনের জন্য ব্ল্যাকমেল!

ফের এনকাউন্টারে আহত ধর্ষণে অভিযুক্ত। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের ভোপাল। এক ছাত্রীকে ধর্ষণ এবং ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে ফারহান নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে পুলিশের এনকাউন্টারে গুলি লাগে তার পায়ে। 

জানা গিয়েছে, শৌচকর্ম করার অজুহাত দেখিয়ে পুলিশের ভ্যান থামাতে বলে ফারহান। এরপরই সাব ইন্সপেক্টরের থেকে পিস্তল ছিনিয়ে নেয় সে। পালানোর চেষ্টা করতেই তার পায়ে গুলি করা হয়। রাত ১১.৩০ মিনিট নাগাদ এই 'শর্ট এনকাউন্টারে' গুলিবিদ্ধ হয় ধর্ষণে অভিযুক্ত ফারহান। এমনটাই জানিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ। 

ভোপালের অশোকা গার্ডেন এলাকার পুলিশ আধিকারিক হেমন্ত শ্রীবাস্তব বলেন, 'ধর্ষণের ঘটনায় অপর অভিযুক্ত আবরারের খোঁজে ফারহানকে নিয়ে বিলকিসগঞ্জ গ্রামের সম্ভাব্য আস্তানায় যাওয়ার সময় এই ঘটনা ঘটে। শৌচকর্ম যাওয়ার অছিলায় গাড়ি দাঁড় করাতে বলে ফারহান। তার সঙ্গে গাড়ি থেকে নামেন এক সাব ইন্সপেক্টর এবং এক কনস্টেবল। সে সময়েই পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি করার চেষ্টা করছিল অভিযুক্ত। পালানোরও চেষ্টা করে সে। ফলে বাধ্য হয়েই গুলি চালায় পুলিশ। পায়ে গুলি লাগে ফারহানের।'

অভিযুক্তকে হামিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। 

প্রসঙ্গত, ভোপালের একটি কুখ্যাত গ্যাংয়ের সঙ্গে জড়িত এই ফারহান। সেই গ্যাংয়ের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে মাদকাসক্ত করে ধর্ষণ করার অভিযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করার নাম করে ব্ল্যাকমেলও করা হচ্ছিল এই ছাত্রীদের। বেসরকারি একটি কলেজের ৩ ছাত্রী বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন। তাঁদের বয়ানের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ফারহানকে গ্রেপ্তার করে। 

পুলিশি তদন্তে জানা গিয়েছে, মূলত অন্যান্য শহর থেকে ভোপালে পড়তে আসা তরুণীদেরই টার্গেট করত ফারহানের গ্যাং। শহর অপরিচিত হওয়ায় তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করা গ্যাংয়ের পক্ষে সহজতর হত। ফলে এই তরুণীদের নিজেদের জালে ফাঁসিয়ে ফেলত ফারহানরা। 

সম্প্রতি এক কলেজ পড়ুয়া ফারহানের বিরুদ্ধে ধর্ষণ এবং ইসলাম ধর্ম গ্রহণ করায় বাধ্য করার অভিযোগ তোলেন। ফারহানের হাত থেকে বাঁচতে মেয়েটি ইন্দোরে চলে গিয়েছিলেন। তবুও তাঁকে ট্র্যাক করে হেনস্থা করত ফারহান। ওই তরুণীর বয়ানের ভিত্তিতে তদন্তে নেমে ফারহানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গণধর্ষণে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এখনও পর্যন্ত এই গ্যাংয়ের পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

পুলিশি জেরায় ফারহান নিজের দোষ স্বীকার করেছে বলে খবর। ইন্ডিয়া টুডেকে এক পুলিশ আধিকারিক জানান, ফারহান জানিয়েছে, নিজের কুকীর্তি নিয়ে বিন্দুমাত্রও অনুতপ্ত নয় সে। 

 

 

Read more!
Advertisement
Advertisement