বিকাশ দুবে নামে এক যুবককে দেড় মাসের মধ্যে ৬ বার সাপে কামড়েছে। সৌভাগ্যক্রমে উত্তরপ্রদেশের সেই যুবক সুস্থও হয়েছেন। বহাল তবিয়তে তাঁর দিন কাটছিল। এরইমধ্যে বিকাশ এক চাঞ্চল্যকর দাবি করলেন। সাপের স্বপ্নবার্তা পেয়েছেন তিনি। সাপ তাঁকে হুমকি দিয়েছে বলে দাবি যুবকের। বিকাশের এই স্বপ্ন দেখার পর রীতিমতো আতঙ্কিত তাঁর পরিবারের সদস্যরা।
বিকাশ দুবে বলেন, 'শনি ও রবিবার আমাকে সাপ কামড়ায়। যখন তৃতীয়বার সাপ আমাকে কামড় দিল, সেই রাতেই সেই সাপটিও আমার স্বপ্নে এসে বলল, আমি তোকে ৯ বার কামড় দেব। অষ্টমবার পর্যন্ত তোর কিছু হবে না। তবে নবমবার মৃত্যু হবে। কোনও তান্ত্রিক বা ডাক্তার তোকে রক্ষা করতে পারবে না। আমি তোকে সঙ্গে নিয়ে যাব।'
প্রসঙ্গত, বিকাশ দুবের বয়স ২৪ বছর। ফতেপুরের মালওয়া থানা এলাকার সাউরা গ্রামের বিকাশকে ৩৪ দিনে একবার দু বার নয়, ছয় বার সাপে কামড়েছে। বিকাশ বলেন, 'প্রতিবারই সাপ কামড়ানোর আগেই বুঝতে পারি। শনি-রবিবারই আমাকে সাপে কামড়ায়। যখন আমাকে তৃতীয়বার সাপে কামড়েছিল, তখনই ডাক্তার পরামর্শ দিয়েছিল, বাড়ি থেকে দূরে কোথাও চলে যাওয়ার। এরপর আমি আত্মীয়র বাড়িতে যাই। কিন্তু সেখানেও সাপটি আমাকে কামড়ায়। এরপর আমি মামার বাড়িতে চলে যাই। সেখানেও রক্ষে পাইনি। ষষ্ঠবারের জন্য সাপে কামড়ায় তখন।'
বিকাশের দাবি, সাপ কামড়ানোর আগেই তিনি বুঝতে পারেন। সেজন্য বাড়ির লোককে সতর্কও করেন। তারপরই বিকাশের সংযোজন, 'সম্প্রতি সাপটি স্বপ্নে এসে বলল, আরও তিনবার কামড়াব। নবমবারে প্রাণ হারাবে।'বিকাশ সাপের কামড়ের হাত থেকে রক্ষা পেতে এখন উত্তরপ্রদেশ সরকারের কাছে আয়ুস্মান কার্ডের দাবি জানিয়েছেন।
বিকাশের পরিবারের তরফে জানানো হয়েছে, ২ জুন রাত ৯ টার দিকে বিছানা থেকে নামার সময় বিকাশ প্রথমবার সাপের কামড় খায়। তখন তাঁর চিকিৎসা করানো হয় একটি বেসরকারি নার্সিংহোমে। বিকাশ সেখানে দুদিন ভর্তি ছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। এরপর ১০ জুন রাতে আবারও বিকাশকে সাপে কামড়ায়। একই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবককে। তারপর থেকে যতবার কামড়েছে ওই একই হাসপাতালে চিকিৎসা করিয়েছেন বিকাশ।