Advertisement

Snake: বাইক থেকে জুতো, সাপ কোথায় কোথায় লুকোতে পারে, জানুন

Snake: বৃষ্টির সময়ে সাপের উৎপাত বাড়ে। অনেক সময়ে বাড়িতেও সাপ লুকিয়ে থাকে। অসাবধান থাকলে বাড়িতে বিপদ বাড়তে পারে। জেনে নিন সাম্প্রতিক কিছু ঘটনা সম্পর্কে, যেখানে সাপ কোথায় কোথায় লুকিয়ে ছিল জানলে অবাক হবেন। ৯ অক্টোবর কর্ণাটকের মহীশূরে একটি বাড়িতে জুতোর ভিতরে বিষাক্ত কোবরার দেখতে পাওয়া যায়।

সাপসাপ
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 19 Oct 2022,
  • अपडेटेड 1:03 PM IST
  • বাইক থেকে জুতো
  • সাপ কোথায় কোথায় লুকোতে পারে
  • জানুন বিস্তারিত তথ্য

Snake: বৃষ্টির সময়ে সাপের উৎপাত বাড়ে। অনেক সময়ে বাড়িতেও সাপ লুকিয়ে থাকে। অসাবধান থাকলে বাড়িতে বিপদ বাড়তে পারে। জেনে নিন সাম্প্রতিক কিছু ঘটনা সম্পর্কে, যেখানে সাপ কোথায় কোথায় লুকিয়ে ছিল জানলে অবাক হবেন। ৯ অক্টোবর কর্ণাটকের মহীশূরে একটি বাড়িতে জুতোর ভিতরে বিষাক্ত কোবরার দেখতে পাওয়া যায়। এর পরেই ওই পরিবারের লোকেরা এক সর্প উদ্ধারকারীকে ডেকে নিয়ে আসেন। সাপটিকে ধরে বাক্সে তালাবদ্ধ করে তারপর বনে নিয়ে যায় এবং ফেলে দেয়। সামান্য ভুল হলে জুতো পরা অবস্থায় সাপটি কামড়াতে পারত। মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার বারহাটায় এক ব্যক্তির বাইক বের করছিলেন। তখন তাঁর চোখ পড়ে স্পিডো মিটারে অদ্ভুত নড়াচড়ার ওপর। ভালো করে তাকিয়ে দেখেন কাঁচের ভেতরে বসে আছে সাপটি। ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। অনেক চেষ্টার পর সাপটিকে উদ্ধার করে স্পীডো মিটার থেকে নিরাপদে বের করে জঙ্গলে ফেলে দেয়।

এর আগে কর্ণাটকের শিবমোগায় বিয়ে বাড়ির ভিতরে বেডরুমে দুটি কোবরা দেখা গিয়েছিল। সাপগুলোও উদ্ধার করা হয়। কিন্তু উদ্ধারকারী একজন ব্যক্তি তখন মজা করে একটি কোবরাকে চুমু খেতে শুরু যান। কিন্তু সেই সময়ে সাপটি ওই ব্যক্তির ঠোঁটে কামড় দেয়। ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে সময়মতো চিকিৎসা করা হয়। 

বিহারের রাজধানী পাটনায়ও কিং কোবরার ভয়ে অস্থির প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা জীবেশ মিশ্র। তাঁর বাড়ি থেকে প্রতিদিনই বিষধর সাপ বের হচ্ছে। সাপের ভয়ে প্রাক্তন মন্ত্রী মিশ্র এখন নিজের বাসভবনের কমপ্লেক্সের পরিবর্তে একটি ইনডোর অফিস করেছেন। কয়েকদিন আগে উত্তরপ্রদেশের  কুথাউন্ড থানায় একটি বিষাক্ত কোবরার সন্ধান মেলে। বৃষ্টির সময়ে সাপের আতঙ্ক সব জায়গায় থাকে। 

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement