Advertisement

লাদাখ হিংসা: সোনম ওয়াংচুক গ্রেফতার, এখন কী পরিস্থিতি লেহতে?

লাদাখ হিংসার ঘটনায় গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক। জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতার করা হয়। লেহ হিংসায় চারজন নিহত এবং ৯০ জনেরও বেশি আহত হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরনোর দাবিতে বিক্ষোভকারীদের উস্কানিমূলক বক্তব্য পেশ করেছিলেন সোনম। যে কারণে গ্রেফতার করা হয় তাঁকে। 

গ্রেফতার সোনম ওয়াংচুকগ্রেফতার সোনম ওয়াংচুক
Aajtak Bangla
  • লেহ,
  • 26 Sep 2025,
  • अपडेटेड 4:30 PM IST

লাদাখ হিংসার ঘটনায় গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক। জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতার করা হয়। লেহ হিংসায় চারজন নিহত এবং ৯০ জনেরও বেশি আহত হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরনোর দাবিতে বিক্ষোভকারীদের উস্কানিমূলক বক্তব্য পেশ করেছিলেন সোনম। যে কারণে গ্রেফতার করা হয় তাঁকে। সোনমকে জেলে নিয়ে যাওয়া হবে নাকি অন্যত্র কোথাও রাখা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। 

বুধবারের লেহ হিংসার পর কারফিউ জারি হয়। দু'সপ্তাহ পর অনশন ধর্মঘট প্রত্যাহার করেন ওয়াচুক। তাঁর দাবি ছিল, পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করার। মাঝে চার মাস বিরতির পর আগামী ৬ অক্টোবর কেন্দ্র ও লেহ অ্যাপেক্স বডির আলোচনায় বসার কথা ছিল। তার আগেই অশান্ত হয়ে ওঠে লাদাখ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বুধবারের বিক্ষোভে প্রাণ যায় চারজনের।

এখন কী পরিস্থিতি?

বুধবার ৩৫ দিনের অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। কেন্দ্রশাসিত অঞ্চলে জারি হয় কারফিউ। নিরাপত্তার কথা মাথায় রেখে চার জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ ছিল। শুক্রবারও কারফিউ জারি রয়েছে।

ডিজিপি এসডি সিং জামওয়ালের নেতৃত্বে লাদাখ পুলিশের একটি দল সোনম ওয়াংচুককে গ্রেফতার করেছে। ওয়াংচুকের গ্রেফতারির পর, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লেহ-তে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রডব্যান্ড স্লো করে দেওয়া হয়েছে। 

প্রকৃতপক্ষে, ২৪ সেপ্টেম্বর, বুধবার লেহ-তে হিংসা সংঘর্ষ শুরু হয়। হিংসা সংঘর্ষের পর লেহ কারফিউ জারি করা হয়। পুলিশ এবং আধাসামরিক বাহিনী কঠোরভাবে কারফিউ প্রয়োগ করে। এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে।

লেহ জেলা ম্যাজিস্ট্রেট দু'দিনের জন্য সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য লেহ এবং কার্গিল সহ অন্যান্য শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন। হিংসার ঘটনাগুলিকে ষড়যন্ত্রের ফলস্বরূপ অভিহিত করে সতর্কতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার সোনম ওয়াংচুকের এনজিওর লাইসেন্স বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রক। জলবায়ু কর্মী সোনমের প্রতিষ্ঠান, লাদাখের স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্টের ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট লাইসেন্স বাতিল করা হয়। ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের অনেক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করা হয়। 

Read more!
Advertisement
Advertisement