দু বিঘা জমির জন্য গলা কেটে মাকে খুন করল ছেলে। এরপরই কাটা মাথা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। গ্রামবাসীরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনা খতিয়ে দেখে। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। পুলিশ অভিযুক্তকে খুঁজতে গেলে তাকে মায়ের কাটা মাথা ধরে মাঠে বসে থাকতে দেখা যায়।
সীতাপুরের তালগাঁও থানা এলাকার মির্জাপুরের বাসিন্দা অভিযুক্ত দীনেশ পাসির মা কমলা দেবীর নামে ৬ বিঘা জমি ছিল। কমলার ছেলে দীনেশ এই জমি নিজের নামে করিয়ে নিতে চেয়েছিল। যেখানে দীনেশের মা কমলা ৬ বিঘার মধ্যে নিজের জন্য মাত্র ২ বিঘা জমি দাবি করছিলেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে কমলার ছেলে দীনেশ। জমি নিয়ে দীনেশ এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে যে সে তার মাকে মারধর করতে শুরু করে। পরে সে মদ খেয়ে বাড়ি ঢোকে। এর পর মায়ের সঙ্গে তার ঝগড়া শুরু হয়। এসময় দীনেশ কুড়ুল দিয়ে মা কমলা দেবীর শিরশ্ছেদ করে। এরপর মায়ের মাথা নিয়ে গ্রামের দিকে রওনা হয়।
গ্রামবাসীরা বিষয়টি দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। চাষের খেতে মায়ের কাটা মাথা ধরে দীনেশকে বসে থাকতে দেখা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দীনেশকে গ্রেফতার করা হয়েছে।