Advertisement

Sonia Gandhi: 'বেচারা, হাঁফিয়ে গিয়েছিলেন,' রাষ্ট্রপতি মুর্মু নিয়ে কেন এই মন্তব্য সনিয়ার? তুঙ্গে বিতর্ক

সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সনিয়া গান্ধী। রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে তিনি তাঁকে 'পুওর(বেচারা) লেডি' বলে কটাক্ষ করেন।

সংসদের বাইরে সনিয়া গান্ধী।সংসদের বাইরে সনিয়া গান্ধী।
Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Jan 2025,
  • अपडेटेड 1:52 PM IST

সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সনিয়া গান্ধী। রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে তিনি তাঁকে 'পুওর(বেচারা) লেডি' বলে কটাক্ষ করেন।

রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে সনিয়া গান্ধীকে প্রশ্ন করা হলে, শুরুতে তিনি সরাসরি কিছু বলেননি। তবে, সনিয়া ও রাহুল গান্ধীকে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। এরপর, রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে তিনি বলেন, 'এগুলো মিথ্যা প্রতিশ্রুতি'। এরপর রাহুল গান্ধী বলেন, রাষ্ট্রপতির ভাষণ একঘেয়ে(Boring) ছিল। তখন সনিয়া গান্ধী বলেন, 'Poor lady... রাষ্ট্রপতিজি শেষের দিকে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন।'

প্রসঙ্গত, সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোদী সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। দুই কক্ষের সাংসদদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার সহজ শর্তে ঋণ ও বিমার সুবিধা দিচ্ছে, যার ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।

রাষ্ট্রপতি মুর্মু আরও বলেন, সরকার 'মিশন মোডে' কাজ করছে এবং এর ইতিবাচক প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। বিদেশ থেকে বিপুল বিনিয়োগ আসছে, এর ফলে দেশের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তিনি সংবিধান গ্রহণের ৭৫ বছর পূর্তি এবং জম্মু ও কাশ্মীরে রেল প্রকল্প সম্পূর্ণ হওয়ার কথাও উল্লেখ করেন।

কিন্তু সনিয়া গান্ধীর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, 'এতে রাষ্ট্রপতির সম্মানহানি হয়েছে।' অন্যদিকে, কংগ্রেস এখনও এই মন্তব্যের ব্যাখ্যা দেয়নি। রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে এই মন্তব্যে আগামী দিনে রাজনৈতিক বিতর্ক আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement