বিপাকে পড়লেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা। একটি আর্থিক তছরুপের মামলার চার্জশিটে রবার্টের নাম উল্লেখ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, লন্ডনের একটি বাড়ি সংস্কার করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট। সেখানে থেকেও ছিলেন তিনি। ইডি সূত্রে খবর, সঞ্জয় ভান্ডারী নামে এক লন্ডন নিবাসীর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলার সঙ্গে যুক্ত ওই বাড়ি। সঞ্জয় বর্তমানে পলাতক।
ইডি সূত্রে খবর, ব্ল্যাক মানি অ্যান্ড ইম্পোজিশন অফ ট্যাক্স আইন ২০১৫-এর অধীনে সঞ্জয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে আয়কর দফতর। সেই মামলার তদন্ত শুরু করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, সঞ্জয়ের সঙ্গে রবার্টের যোগসূত্র রয়েছে ২০১৮ সাল থেকে। এই প্রথম বার এই মামলায় রবার্টের নাম উল্লেখ করল ইডি।
মঙ্গলবার এক বিবৃতিতে ইডির তরফে জানানো হয়েছে যে, সংযুক্ত আরব আমিরশাহী নিবাসী ব্যবসায়ী সি সি থাম্পি এবং ব্রিটেনের নাগরিক সুমিত চাড্ডার বিরুদ্ধে এই মামলায় নতুন চার্জশিট জমা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, বিদেশ থেকে বেআইনি ভাবে আয় করেছেন সঞ্জয়। সেই আয়ের টাকাতেই লন্ডনে ২টি সম্পত্তি তৈরি করেছেন তিনি। এই অপরাধের সঙ্গে যুক্ত সিসি থাম্পি এবং সুমিতও।
ইডির তরফে আরও দাবি করা হয়েছে যে, রবার্টের 'ঘনিষ্ঠ সহযোগী' হলেন সিসি। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, লন্ডনের ওই বাড়িটি শুধু সংস্কারই করেননি। সেখানে থেকেও ছিলেন। ইডির দাবি, ফরিদাবাদে প্রচুর জমি কিনেছেন রবার্ট এবং সিসি। তাঁদের মধ্যে আর্থিক লেনদেন হয়েছে।
এর আগে, লন্ডমনে সম্পত্তি কেনাবেচায় আর্থিক দুর্নীতির অভিযোগে রবার্টকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সঞ্জয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রবার্টকে।