
ISI Agent Arrested From Haryana: ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে পাচার করার অভিযোগে হরিয়ানার মেওয়াত জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতের নাম কাসিম, যিনি ইতিমধ্যেই দুইবার পাকিস্তানে গিয়ে সরাসরি ISI-এর কাছ থেকে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নিয়ে এসেছে বলে দাবি গোয়েন্দাদের।
কাসিম কীভাবে কাজ করত?
ISI-এর হয়ে কাজ করত কাসিম। সীমান্ত পেরিয়ে সে অবৈধভাবে পাকিস্তানে ঢুকে সেখানে একটি ট্রেনিং ক্যাম্পে অংশ নেয়। সেখানেই তাকে শিখানো হয় কীভাবে ভারতীয় সেনার ওপর নজরদারি চালাতে হয়, কিভাবে সেনা ছাউনির ছবি তুলে পাঠাতে হয়, এবং কীভাবে কোড ভাষা ব্যবহার করে যোগাযোগ রাখতে হয়। অস্ত্র ও ড্রোন ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হয়।
ভারতে ফিরে আসার পর, কাসিম নিয়মিত সেনাবাহিনীর সংবেদনশীল তথ্য এবং ছবি মোবাইল ফোনে তুলে ISI-কে পাঠাত। এই কাজের জন্য মোটা অঙ্কের টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হত।
পরিবারের সম্পৃক্ততা
পুলিশের দাবি, কাসিমের ভাইও ISI-এর সঙ্গে যুক্ত এবং বর্তমানে পলাতক। গোটা চক্রটি অনেকদিন ধরেই নজরে ছিল।
আইনি পদক্ষেপ
কাসিমের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন (Official Secrets Act)-এ মামলা রুজু করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও বিস্তৃত চক্রের সন্ধান পেতে অভিযান চালানো হচ্ছে।