Advertisement

Stray dog attack: ফের রাস্তার কুকুর কামড়ে-খুবলে মারল ৫ বছরের শিশুকে, জরুরি বৈঠক

রাস্তায় খেলছিল ৫ বছরের একটি শিশু। আচমকাই একটি পথ কুকুর আক্রমণ করে ওই শিশুটিকে। বাচ্চাটি ভয় পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আরও আঁচড়ে কামড়ে দিতে থাকে ওই কুকুরটি। গুরুতর ক্ষতবিক্ষত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

মর্মান্তিক মৃত্যু হয়েছে এই খুদের।মর্মান্তিক মৃত্যু হয়েছে এই খুদের।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 14 Mar 2023,
  • अपडेटेड 4:43 PM IST
  • রাস্তায় খেলছিল ৫ বছরের একটি শিশু।
  • আচমকাই একটি পথ কুকুর আক্রমণ করে ওই শিশুটিকে।

রাস্তায় খেলছিল ৫ বছরের একটি শিশু। আচমকাই একটি পথ কুকুর আক্রমণ করে ওই শিশুটিকে। বাচ্চাটি ভয় পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আরও আঁচড়ে কামড়ে দিতে থাকে ওই কুকুরটি। গুরুতর ক্ষতবিক্ষত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

তেলেঙ্গানার খাম্মাম জেলার ঘটনা। এই রাজ্যে একমাসের মধ্যে কুকুরের আক্রমণের এটি দ্বিতীয় ঘটনা।ওই শিশুটিকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত মাসে হায়দরাবাদের একটি আবাসনের সামনে রাস্তার কুকুরের আক্রমণে একটি ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

ওই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শিউড়ে উঠেছে গোটা দেশ। তার পরদিনই একইরকম একটি ঘটনায় ৪ বছরের একটি শিশু আহত হয়। পর পর একইরকম ঘটনায় উদ্বেগে হায়দ্রাবাদ পুরসভা। ইতিমধ্যেই পুরসভা একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছে। 

তেলেঙ্গানা সরকারের বিশেষ মুখ্য সচিব, অরবিন্দ কুমার, আইএএস, আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন বিপথগামী কুকুর নিয়ন্ত্রণে বিশেষ মনোযোগ দিতে এবং জিএইচএমসি এবং অন্যান্য পৌরসভার সীমানায় এই ধরনের ঘটনা প্রতিরোধে যুদ্ধের ভিত্তিতে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করতে।

 

Read more!
Advertisement
Advertisement