অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। দেড় বছরের একটি শিশুকন্যাকে কামড়ে মারল পথকুকুর। বাড়ির লোকজন চিৎকার শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে শিশুটিকে কুকুরের হাত থেকে বাঁচান। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে। আরও তদন্ত চলছে।
তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার জি সিঙ্গাদাম মণ্ডলের মেটাভালাসা গ্রামে। ১৮ মাস বয়সী শিশুটি জি সিগাদাম মন্ডল এলাকায় অবস্থিত মেটভালাসা গ্রামে তাদের বাড়ির বারান্দায় খেলছিল। এসময় এক ডজন বিপথগামী কুকুর তার ওপর হামলা চালায়। স্বজনরা মেয়েটিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়, মেয়েটির কান্না শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই কুকুরটি মেয়েটিকে গুরুতর আহত করে। স্বজনরা কোনোক্রমে মেয়েটিকে কুকুরের হাত থেকে বাঁচিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজম সরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর মেয়েটিকে শ্রীকাকুলামের সরকারি হাসপাতালে পাঠানো হয়। শ্রীকাকুলামে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় একরত্তি শিশুটির। ঘটনার পর মেয়েটির মা-বাবার ও পরিবারের লোকজন শোকে ভেঙে পড়েছেন। গোটা গ্রামে শোকের ছায়া।
বিষয়টিতে পুলিশ বলছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে। বাচ্চাটি বাড়ির সামনে খেলার সময় কুকুর দ্বারা আক্রান্ত হয়। মেয়েটির মা অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। মেয়েকে কুকুর আক্রমণ করেছে দেকে তিনি দৌড়ে আসেন। তড়িঘড়ি করে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, তদন্ত চলছে।