Advertisement

নির্বাচন কমিশনার পদে নিয়োগের ফাইল তলব করল সুপ্রিম কোর্ট

বুধবার বিচারপতি কেএম জোসেফের ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দাবি করা হয়েছে, সরকারের পরিবর্তে নির্বাচন কমিশনই নির্বাচন কমিশনারদের বাছাই করুক। কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের পদ্ধতি অনুসরণ করা হোক।

arun goelarun goel
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 23 Nov 2022,
  • अपडेटेड 6:49 PM IST
  • আগামীকাল বৃহস্পতিবার তাঁকে নিয়োগ সংক্রান্ত ফাইল পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 
  • বুধবার বিচারপতি কেএম জোসেফের ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দাবি করা হয়েছে, সরকারের পরিবর্তে নির্বাচন কমিশনই নির্বাচন কমিশনার নিয়োগ করুক।

নির্বাচন কমিশনার হিসেবে অরুণ গোয়েলের ((Arun Goel) নিয়োগের ফাইল দেখতে চাইল সুপ্রিম কোর্ট। একটি মামলায় আগামীকাল বৃহস্পতিবার তাঁকে নিয়োগ সংক্রান্ত ফাইল পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 

বুধবার বিচারপতি কেএম জোসেফের ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দাবি করা হয়েছে, সরকারের পরিবর্তে নির্বাচন কমিশনই নির্বাচন কমিশনারদের বাছাই করুক। কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের পদ্ধতি অনুসরণ করা হোক। 

উল্লেখ্য, এ বছর মে মাসে মুখ্য নির্বাচন আধিকারিক সুশীল চন্দ অবসর নেওয়ার পর তিন সদস্যের নির্বাচন কমিশনে একটি পদ শূন্য হয়। রাজীব কুমারকে সুশীলের পদে আনা হয়। অন্য কমিশনার হিসাবে থেকে যান অনুপচন্দ্র পাণ্ডে। সেই থেকে একটি পদ খালি ছিল।

আরও পড়ুন

১৯৮৫ ব্যাচের পঞ্জাব ক্যাডারের আইএএস আধিকারিক অরুণ গোয়েল সদ্য অবসর নিয়েছেন। তাঁকে তিন কমিশনারের প্যানেলের অন্যতম নির্বাচন কমিশনার হিসাবে আনা হয়েছে। কিন্তু সেই নিয়োগেই হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। যা নজিরবিহীন বলেও জানাচ্ছেন অনেকে।

 

Read more!
Advertisement
Advertisement