Advertisement

Supreme Court On Ram Navami Violence: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, রাম নবমীর হিংসায় NIA তদন্তই

বাংলায় ৩০ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে মোট ৪টি থানায় হিংসা এবং বিস্ফোরণের ঘটনায় ৬টি এফআইআর দায়ের করা হয়েছিল।

রাম নবমীর হিংসার তদন্তে এনআইএ-ই, বড় ধাক্কা খেল রাজ্য সরকার।রাম নবমীর হিংসার তদন্তে এনআইএ-ই, বড় ধাক্কা খেল রাজ্য সরকার।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 Jul 2023,
  • अपडेटेड 4:21 PM IST
  • রাজ্যের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।
  • এনআইএ তদন্ত করবে সুপ্রিম কোর্ট।

পশ্চিমবঙ্গে রামনবমী মিছিল ঘিরে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায় ধাক্কা খেল তারা। হাইকোর্টের রায়ের উপর হস্তক্ষেপ করতে চাইল না দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে ওই মামলার তদন্ত করবে জাতীয় তদন্তকারী সংস্থাই।

বাংলায় ৩০ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে মোট ৪টি থানায় হিংসা এবং বিস্ফোরণের ঘটনায় ৬টি এফআইআর দায়ের করা হয়েছিল। তদন্তকারী সংস্থার তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান,'৬টি এফআইআর পরীক্ষা করা দেখা হয়েছে। হাওড়ায় প্রথম এফআইআরে বিস্ফোরক জাতীয় রাসায়নিক ব্যবহারের স্পষ্ট উল্লেখ রয়েছে। হাইকোর্টের সিদ্ধান্তের পরেও রাজ্য সরকার এখনও এনআইএ-কে ঘটনার গুরুত্বপূর্ণ নথি ও প্রমাণ হস্তান্তর করেনি।'

রাজ্য সরকারের আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ বলেন,'এই অভিযোগ দুর্ভাগ্যজনক সরকার কাউকে বাঁচানোর চেষ্টা করছে। রাজ্য পুলিশ দুই সম্প্রদায়ের অভিযুক্তদেরই গ্রেফতার করেছে। 

প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানতে চান, বিস্ফোরক ব্যবহারের যে অভিযোগ আছে তা কি অস্বীকার করা যায়? তখন রাজ্য সরকারের কৌঁসুলি বলেন,'আদালতকে দেখতে হবে এটা বিস্ফোরক কিনা, কতজন আহত হয়েছে। ওগুলি স্মোগ বোমা ছিল। রাজ্যের তদন্তের উপর আস্থা না রাখা দুর্ভাগ্যজনক।' তিনি আরও বলেন,'রাম নবমী মিছিলের সময় চার দিনে ৬টি ঘটনা ঘটেছে। হাইকোর্ট একটি এফআইআর-এর ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু এনআইএ বিজ্ঞপ্তিতে মোট ৬টি এফআইআর নিয়ে তদন্ত করার কথা বলেছে।'

ফলে, পশ্চিমবঙ্গে রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনায় তদন্ত করবে এনআইএ। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর কোনও বাধা রইল না।


রামনবমীর মিছিলে  অশান্তির ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১০ এপ্রিল শুনানির দিন হাইকোর্টে এনআইএ জানিয়েছিল,অশান্তির ঘটনার তদন্ত করতে প্রস্তুত তারা। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কারা এই অশান্তির ঘটনায় জড়িত এবং কারা উস্কানি দিয়েছে, সেটা রাজ্য পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত করাতে হবে। পুলিশের রিপোর্টেও স্পষ্ট হিংসা হয়েছিল। ছাদ থেকে পাথর কীভাবে ছোড়া হল, ঘটনাস্থলে বাঁশ, লাঠি, অ্যাসিড কোথা থেকে এল, তা জানা দরকার। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement