ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম কলঙ্কময় ঘটনা! দেশের প্রধান বিচারপতিকে জুতো ছুড়ে মারার চেষ্টা করল এক আইনজীবী। ভরা এজলাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভইকে জুতো ছুড়ে মারার চেষ্টা করে ওই আইনজীবী। চিত্কার করতে করতে ওই আইনজীবীকে বলতে শোনা যায়, 'সনাতন ধর্মের অপমান সহ্য করব না।'
বিষ্ণু মূর্তি পুনর্নির্মাণ এবং পুনর্স্থাপনের মামলা
আজ অর্থাত্ সোমবার সুপ্রিম কোর্টে একটি শুনানি চলাকালীন হঠাত্ এই ঘটনা ঘটে। বস্তুত, মধ্যপ্রদেশে খাজুরাহোতে বিষ্ণু মূর্তি পুনর্নির্মাণ এবং পুনর্স্থাপনের মামলায় সুপ্রিম কোর্টের দুই বিচারির বেঞ্চ মন্তব্য করেছিল, 'যান, ভগবানকেই গিয়ে জিগ্গেস করুন। এ বার আপনাদের দেবতাকেই নিজের জন্য কিছু করতে বলুন।' এই ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয় প্রধান বিচারতি বিআর গভইকে নিয়ে।
কোনও ভাবেই শুনানি ব্যাহত হয়নি
সেই ঘটনারই রেশ বলা যেতে পারে আজকের ঘটনা বলে দাবি করছেন অনেকে। অভিযুক্তকে সঙ্গে সঙ্গেই আটক করা হয়। কিন্তু প্রধান বিচারপতি গভই শান্তভাবে আদালতের কার্যক্রম চালিয়ে যান, কোনও ভাবেই শুনানি ব্যাহত হয়নি। ঘটনার পর তিনি বলেন, 'এসব দেখে বিচলিত হবেন না। এগুলি আমাকে প্রভাবিত করে না। শুনানি চালিয়ে যান।'
২০১১ সাল থেকে বার অ্যাসোসিয়েশনের সদস্য
সুপ্রিম কোর্টের আইনজীবী রোহিত পাণ্ডে অভিযুক্তকে ২০১১ সাল থেকে বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে গণ্য কেন। তিনি বলেন, মনে হচ্ছে প্রধান বিচারপতির দেবতাসংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়াতেই এই ঘটনা ঘটেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
গত সেপ্টেম্বর মাসে মধ্যপ্রদেশের জাভরি মন্দিরে সাত ফুট উঁচু বিষ্ণুমূর্তি পুনঃস্থাপনের আর্জি খারিজ করার সময় প্রধান বিচারপতি গবই আবেদনকারীকে বলেন, এটা নিছক প্রচারের জন্য মামলা। এখন গিয়ে দেবতার কাছেই বলুন কিছু করতে। আপনি তো নিজেকে ভগবান বিষ্ণুর অনুরাগী ভক্ত বলে দাবি করেন। তাই যান, প্রার্থনা করুন।
ব্যাপক সমালোচনা ও আইনজীবীদের তরফে ব্যাখ্যা চাওয়ার পর প্রধান বিচারপতি বলেন, তাঁর মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।