Advertisement

Covid Vaccine নেওয়ার জন্য কাউকে জোর করা যাবে না: Supreme Court

বাধ্যতামূলকভাবে কোভিড টিকা নেওয়া অসাংবিধানিক বলে দাবি করে জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্ট। আদালত এ দিন জানিয়েছে,সরকারি নীতি নিয়ে কিছু বলা ঠিক হবে না। তবে কাউকে জোর করে টিকা দেওয়া যাবে না।

কোভিড টিকা বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2022,
  • अपडेटेड 12:12 PM IST
  • করোনা টিকা বাধ্যতামূলক নয়।
  • সোমবার রায় সুুপ্রিম কোর্টের।
  • টিকা বাধ্যতামূলক সংক্রান্ত নীতি প্রত্যাহারের নির্দেশ।

কাউকে করোনার টিকা নিতে বাধ্য করা যাবে না। সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, টিকা নেওয়া বা না নেওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত। কাউকে জোর করা যাবে না। তবে আদালত এটাও জানিয়েছে, বর্তমান টিকাকরণ নীতিকে একতরফা বলা যায় না।

বাধ্যতামূলকভাবে কোভিড টিকা নেওয়া অসাংবিধানিক বলে দাবি করে জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্ট। আদালত এ দিন জানিয়েছে,সরকারি নীতি নিয়ে কিছু বলা ঠিক হবে না। তবে কাউকে জোর করে টিকা দেওয়া যাবে না। জনস্বার্থে মানুষকে সচেতন করতে পারে সরকার। রোগ প্রতিরোধের জন্য বিধিনিষেধ আরোপ করা যেতে পারে, কিন্তু কাউকে নির্দিষ্ট ওষুধ খেতে বাধ্য করা যাবে না।

অতিমারির সময়ে করোনা টিকা বাধ্যতামূলক করেছিল কিছু রাজ্য। তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতিদের অভিমত, টিকা নেওয়া বা না-নেওয়া কারও ব্যক্তিগত সিদ্ধান্ত।   

কেন্দ্রকে সুপ্রিম কোর্টর নির্দেশ, টিকা নেওয়ার ফলে কী কী শারীরিক অসুবিধা হয়েছে, সেই তথ্য জনসাধারণ এবং চিকিৎসকদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। সেই তথ্য যাতে সাধারণ মানুষ দেখতে পান, সেই ব্যবস্থাও করতে হবে কেন্দ্রকে। কোনও তথ্যের সঙ্গে সমঝোতা করা যাবে না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। 

আরও পড়ুন- গ্রে মার্কেটে ৬ গুণ বাড়ল LIC শেয়ার, সোমে বড় বিনিয়োগকারীদের লগ্নি

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement