Advertisement

Republic Day 2023 Tableau: প্রজাতন্ত্র দিবসে বাংলার বাজি 'দুর্গাপুজো', বাকি রাজ্যগুলির ট্যাবলো থিম কী?

২৩ জানুয়ারি দিল্লির কর্তব্যপথে হয়েছে ‘ফুল ড্রেস রিহার্সাল’। তার আগে গত রবিবার সকালে, রাজধানীর উপকণ্ঠে দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি বেসক্যাম্পে চলে মহড়াও। তাতেই নজর কেড়েছে পশ্চিমবঙ্গের ‘দুর্গা’ ট্যাবলো৷

দিল্লির  নজর কাড়ছে ‘দূর্গা’ ট্যাবলোদিল্লির নজর কাড়ছে ‘দূর্গা’ ট্যাবলো
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Jan 2023,
  • अपडेटेड 10:51 AM IST

দু’বছর পরে ফের দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নামতে চলেছে পশ্চিমবঙ্গের ট্যাবলো। শোনা যাবে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্যি। এমন খবর গত কয়েকদিন ধরেই সামনে আসছিল। ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্যপথে পশ্চিমবঙ্গের ট্যাবলোতে দুর্গা প্রতিমা  প্রদর্শিত হবে সেই খবরের অবশেষে শিলমোহর মিলেছে। প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র পেয়ে গেছে বাংলার ট্যাবলো। ২৩ জানুয়ারি দিল্লির কর্তব্যপথে হয়েছে  ‘ফুল ড্রেস রিহার্সাল’। তার আগে গত  রবিবার সকালে, রাজধানীর উপকণ্ঠে দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি বেসক্যাম্পে চলে মহড়াও। তাতেই নজর কেড়েছে পশ্চিমবঙ্গের ‘দুর্গা’ ট্যাবলো৷ আর তার চেয়ে বেশি নজর কাড়ছেন  বাংলার মহিলা ঢাকিরা। বাংলার ট্যাবলো সাজান হয়েছে বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির (টেরাকোটা) শিল্পকর্মের আদলে।

 

 

আরও পড়ুন

গতবছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলোকে কেন্দ্র করে কেন্দ্র রাজ্য চাপান উতোর তুঙ্গে ছিল। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজধানীর রাজপথে কুচকাওয়াজের পর বিভিন্ন রাজ্যের সুসজ্জিত ট্যাবলো অংশগ্রহণ করে। কিন্তু গত বছর প্রস্তুতির পরও ছিল না পশ্চিমবঙ্গের কোনও ট্যাবলো।  রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, নেতাজির থিম যুক্ত ট্যাবলো বাতিল করে দিয়েছিল কেন্দ্র। তবে এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে দেখা যাবে বাংলার বিশেষ ট্যাবলো। গত বছরেই বাংলার দুর্গোৎসবকে ইউনেস্কো (UNESCO)-র তরফে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। তাই এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সেই ঐতিহ্যকে তুলে ধরতে চায় বাংলা। এই ট্যাবলোতে ঐতিহ্য মেনে থাকছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তি। শুধু তাই নয় থাকবে ঢাক থেকে ধুনুচি, পুজোর সব উপকরণই।

 

 

পশ্চিমবঙ্গের ট্যাবলোয় দুর্গাপুজোর সঙ্গে নারীর ক্ষমতায়ন তুলে ধরতে দুর্গাপ্রতিমার সঙ্গে মহিলা ঢাকিরা থাকবেন। ঢাকের বাজনার সঙ্গে শোনা যাবে চণ্ডীপাঠ। তাতেও নারীশক্তির আবাহনই ফুটে উঠবে। এ বছর মোট ২৩ টি ট্যাবলো থাকবে কর্তব্যপথে। তার মধ্যে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি থেকে ১৭ টি ও বিভিন্ন মন্ত্রকের তরফ থেকে আরও ৬ টি ট্যাবলো রাখা হবে। সবগুলোতেই ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া থাকবে। সেইসঙ্গে আর্থ-সামাজিক উন্নয়নের কথাও। মূলত ‘নারী শক্তি’র বিষয়টি তুলে ধরা হবে এবছরের অনুষ্ঠানে। তারই অংশ হিসেবে দুর্গা প্রতিমা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মাতৃপ্রতিমা ছাড়াও ট্যাবলোতে থাকবে বাংলার সংস্কৃতিক নানা উদাহরণ। থাকবে বাঁকুড়ার টেরাকোটার নির্দশন।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement