২৬/১১ মুম্বই হামলার চক্রী তাহাউর রানাকে প্রথমবার জেরা করল এনআইএ। ভারতে আসার পর কাদের সঙ্গে দেখা করেছিল রানা? কোথায় হয়েছিল বৈঠক? সূত্রের খবর, এমন সব প্রশ্নই রানাকে করা হয়। তবে প্রশ্নগুলির উত্তর এড়িয়েছে রানা।
চলতি সপ্তাহেই রানাকে আমেরিকা থেকে বিশেষ বিমানে করে ভারতে আনা হয়। ভারতে আনার পরই রানাকে গ্রেফতার করে এনআইএ। তাকে ১৮ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রানাকে দিল্লিতে NIA সদর দফতরে রাখা হয়েছে। রানাকে যে ঘরে রাখা হয়েছে সেখানে মাত্র ১২ জনকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। শুক্রবার রানাকে মাত্র ৩ ঘণ্টা জেরা করা হয়েছে বলে খবর। সূত্রের দাবি, কোনও প্রশ্নেরও সদুত্তর দিতে পারেনি সে। 'আমার মনে নেই এবং আমি জানি না' বলে বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়েছে রানা।
সূত্রের খবর, রানাকে মুম্বই হামলা সংক্রান্ত সব দিক নিয়ে জেরা করতে চলেছে এনআইএ। তৈরি করা হয়েছে দীর্ঘ প্রশ্নের তালিকা। ডেভিড কোলম্যান হেডলিকে নিয়েও জেরা করা হতে পারে।
২০০৮ সালে মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর। পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউরের প্রত্যর্পণ চেয়েছিল ভারত। চলতি বছরের শুরুতে আমেরিকার সুপ্রিম কোর্ট তাতে অনুমোদন দেয় ৬৩ বছর বয়সী তাহাউর লস অ্যাঞ্জেলসের কারাগারে ছিল। ২০০৯ সালে শিকাগোয় তাকে গ্রেফতার করে এফবিআই। পাক-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে যুক্ত তাহাউর। লস্কর-ই-তইবাকে সাহায্যের জন্যও অভিযুক্ত। হামলার ঘটনায় আমেরিকায় ৩৫ বছরের কারাবাসের সাজা ভোগ করছে হেডলি।
আমেরিকার সুপ্রিম কোর্টে প্রত্যর্পণকে চ্যালেঞ্জ জানিয়েছিল তাহাউর। তবে তার আর্জি খারিজ করে দেয় আদালত। তারপরেই ভারতে তার প্রত্যর্পণে ছাড়পত্র মেলে। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলা চালানো হয়। যে হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন ৬ আমেরিকান। এই হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত তাহাউর।