TATA IPL Resume Date And Fixture IPL Revised Full Schedule: ফের শুরু হচ্ছে টাটা আইপিএল ২০২৫। ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে কিছুদিনের জন্য স্থগিত হয়ে গিয়েছিল টুর্নামেন্ট। তবে বিসিসিআই জানিয়েছে, সব পক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি ফের খেলা শুরু হবে। ১৭ মে থেকে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত চলবে নতুন দফার লড়াই।
সংশোধিত সূচি অনুযায়ী, মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬টি আলাদা ভেন্যুতে হবে। পুরো ম্যাচসূচি তৈরি হয়েছে সরকারের এবং নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে আলোচনা করেই। বিসিসিআই জানিয়েছে, সব স্টেকহোল্ডারদের সম্মতিতেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
এই নতুন পর্যায়ে দুটি 'ডাবল হেডার' ম্যাচ থাকবে। অর্থাৎ, দু'টি রবিবারে একদিনে দু'টি করে ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। আইপিএল-প্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে বাড়তি পাওনা।
প্লে-অফ পর্বের নির্দিষ্ট সময়সূচিও প্রকাশ করেছে বোর্ড। চারটি বড় ম্যাচ কবে জানুন —
কোয়ালিফায়ার ১: ২৯ মে ২০২৫
এলিমিনেটর: ৩০ মে ২০২৫
কোয়ালিফায়ার ২: ১ জুন ২০২৫
ফাইনাল: ৩ জুন ২০২৫
তবে এই চারটি ম্যাচ ঠিক কোথায় হবে, সেটা এখনো জানায়নি বিসিসিআই। বোর্ড সূত্রের খবর, এগুলি হতে পারে দেশের বড় শহর বা নিরাপত্তা বিচারে উপযুক্ত উপকূলবর্তী ভেন্যুগুলিতে।
এছাড়া এই উপলক্ষে ভারতীয় সেনার প্রতি সম্মানও জানিয়েছে বিসিসিআই। একটি সরকারি বিবৃতিতে বোর্ড বলেছে, 'ভারতের সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং নিষ্ঠার জন্যই এই প্রতিযোগিতা আবার শুরু করা সম্ভব হয়েছে। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। বিসিসিআই সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয় এবং সেই মনোভাব নিয়েই আইপিএল ২০২৫ সফলভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে এগোচ্ছে।'
সুতরাং যাঁরা অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সুখবর—১৭ মে থেকেই মাঠে ফিরছে IPL।