Advertisement

NDA-কে সমর্থন করে বোন রোহিণীকে দলে আমন্ত্রণ লালু-পুত্র তেজপ্রতাপের, তেজস্বীর ঘর ভাঙছে?

NDA-কে সমর্থন। রোহিণীকে আমন্ত্রণ। বিহার নির্বাচনের পরপরই ঝড় তুললেন তেজপ্রতাপ যাদব। রবিবার দলীয় সভায় বিহারে সদ্যজয়ী এনডিএ-কে নৈতিক সমর্থন জানাল তাঁর দল।

বিহার নির্বাচনের পরপরই ঝড় তুললেন তেজপ্রতাপ যাদব। বিহার নির্বাচনের পরপরই ঝড় তুললেন তেজপ্রতাপ যাদব।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2025,
  • अपडेटेड 5:35 PM IST
  • বিহার নির্বাচনের পরপরই ঝড় তুললেন তেজ প্রতাপ যাদব।
  • রবিবার দলীয় সভায় বিহারে সদ্যজয়ী এনডিএ-কে নৈতিক সমর্থন জানাল তাঁর দল। 
  • তেজপ্রতাপের এই ঘোষণায় লালুর পরিবারে ভাঙনের ছবি আরও স্পষ্ট হল বলে মনে করা হচ্ছে। 

NDA-কে সমর্থন। রোহিণীকে আমন্ত্রণ। বিহার নির্বাচনের পরপরই ঝড় তুললেন তেজপ্রতাপ যাদব। রবিবার দলীয় সভায় বিহারে সদ্যজয়ী এনডিএ-কে নৈতিক সমর্থন জানাল তাঁর দল। তেজপ্রতাপের দল, জনশক্তি জনতা দলের(JJD) এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সদ্য বিহার নির্বাচনে তেজস্বী-লালুদের ভরাডুবি হয়েছে। তারপরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিণী। এমতাবস্থায় তেজপ্রতাপের এই ঘোষণায় লালুর পরিবারে ভাঙনের ছবি আরও স্পষ্ট হল বলে মনে করা হচ্ছে। 

দলের জাতীয় মুখপাত্র প্রেম যাদব সংবাদমাধ্যমকে জানালেন, এই বিষয়ে তেজপ্রতাপ মিটিং করেছেন। সেখানে রোহিণী আচার্যকে দলের 'জাতীয় সংরক্ষক' করার প্রস্তাব দিয়েছেন। প্রেম যাদব বলেন, 'তেজপ্রতাপ জানিয়েছেন, তিনি শীঘ্রই এই বিষয়ে তাঁর দিদি রোহিণীর সঙ্গে কথা বলবেন। তাকে দলের জাতীয় সংরক্ষক হওয়ার অনুরোধ করবেন।'

তেজপ্রতাপের সঙ্গে লালু প্রসাদ যাদবের পরিবারের রাজনৈতিক ও পারিবারিক মতপার্থক্যের কথা কারও অজানা নয়। সাম্প্রতিক বিহার নির্বাচনের ফলাফলের পর লালু-তনয়া রোহিণীও পরিবারের সঙ্গে বিভেদ নিয়ে প্রকাশ্যে এসেছেন। এমতাবস্থায় তেজপ্রতাপের এই প্রস্তাব তিনি গ্রহণ করেন কিনা, এখন সেটাই দেখার।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তেজপ্রতাপ বর্তমানে রাজনীতিবিদ হিসাবে নিজের পরিচয় ও দলের শক্তি বাড়াতে চাইছেন। NDA-কে সমর্থন আর রোহিনীকে আমন্ত্রণ সেই ক্ষমতার সমীকরণে প্রাসঙ্গিক থাকারই কৌশল হতে পারে।

Read more!
Advertisement
Advertisement