Advertisement

Bihar SIR: বিহারে কি ভোট বয়কটের পথে বিরোধীরা? বড় ইঙ্গিত তেজস্বীর

ভোটার তালিকা সংশোধনের প্রেক্ষিতে নির্বাচনী কৌশল তৈরি করছে বিরোধীরা। এমতাবস্থায় তেজস্বীর এহেন বক্তব্য নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক কাটাছেঁড়া।

বিহারে ভোটার তালিকা সংশোধনবিহারে ভোটার তালিকা সংশোধন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jul 2025,
  • अपडेटेड 10:09 PM IST
  • বিহারে কি ভোট বয়কট করতে পারে বিরোধীরা?
  • তেজস্বী যাদবের মন্তব্যে জল্পনা।

বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরোধিতায় কি নির্বাচন বয়কটের পথে হাঁটতে চলেছে বিরোধীরা? তেমনই ইঙ্গিত দিলেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সংবাদ সংস্থা এএনআই-র সঙ্গে সাক্ষাৎকারে তেজস্বীকে প্রশ্ন করা হয়, বিরোধীরা কি নির্বাচন বয়কট করতে পারে? লালুপুত্র জবাব দেন,'এটা নিয়ে আলোচনা হতে পারে। আমরা আগে দেখব সাধারণ মানুষ কী চায়? সকলের মত নিয়েই সিদ্ধান্ত হবে।' 

ভোটার তালিকা সংশোধনের প্রেক্ষিতে নির্বাচনী কৌশল তৈরি করছে বিরোধীরা। এমতাবস্থায় তেজস্বীর এহেন বক্তব্য নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক কাটাছেঁড়া। তিনি স্পষ্ট জানান,'জনগণের আবেগ এবং সব দলের মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে'। তেজস্বী যাদবের এই বক্তব্যকে বিরোধীদের সম্ভাব্য কৌশল হিসেবে দেখা হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। যদিও তেজস্বী স্পষ্ট করেননি যে নির্বাচন বয়কট করবেন কিনা। তবে সেই বিকল্প যে বিরোধীদের তুরুপের তাস, তা অন্তত প্রকাশ্যে চলে এল।  

বিরোধীদের কৌশল কী হতে পারে?

আসন্ন নির্বাচনে বিরোধী দলগুলি সম্ভাব্য রণকৌশল নিয়ে আলোচনায় ভোট বয়কটের প্রসঙ্গও থাকতে পারে। তেজস্বীর বক্তব্য থেকে সাফ বোঝা যাচ্ছে, আগামী দিনে ভোট বয়কটের মতো বড় সিদ্ধান্ত নিতে পারে বিরোধীরা। সেক্ষেত্রে চাপে পড়ে যাবে শাসক দল।  

নীতীশ-তেজস্বী বিতণ্ডা

বুধবার বিহার বিধানসভায় নীতিশ কুমার এবং তেজস্বী যাদবের মধ্যে তীব্র বিতণ্ডা শুরু হয়। অধিবেশনে বিরোধী দলনেতা তেজস্বী যাদব বলেন,'সুপ্রিম কোর্টে ৭৮০ পাতার হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন। এতে বাংলাদেশ, নেপাল বা মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারী সংক্রান্ত কোনও বিষয়ের উল্লেখ নেই। সূত্র মারফত খবর নিয়ে শাসক দলের নেতানেত্রীরা বাজার গরম করছেন। তার পাল্টা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মন্তব্য করেন,'তোমার বয়স কম ছিল। মা-বাবা দুজনেই মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় কী পরিস্থিতি ছিল বিহারে!'  

নির্বাচন কখন?

চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বিহার বিধানসভা নির্বাচন। বর্তমান বিধানসভার মেয়াদ ২০২৫ সালের ২২ নভেম্বর শেষ হচ্ছে। বিহারে SIR বা ভোটার তালিকা সংশোধন অভিযান নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। গত ২৮ জুন ২০২৫ থেকে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া শুরু করেছে। এর লক্ষ্য, অবৈধ ভোটারকে তালিকা থেকে ছাঁটাই করে দেওয়া। এ জন্য চলছে নথি যাচাই। খসড়া ভোটার তালিকা ১ অগাস্টে প্রকাশিত হবে। চূড়ান্ত তালিকা ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালের মধ্যে প্রকাশিত হবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement