Advertisement

Tejashwi Yadav: তেজস্বীকেই মুখ্যমন্ত্রী মুখ বেছে নিল মহাগঠবন্ধন, এক ডজন আসন নিয়ে এখনও জট

আসন সমঝোতা নিয়ে এখনও কাটেনি জট। এক ডজন আসনে সহমত হতে পারেনি RJD ও কংগ্রেস। কিন্তু তেজস্বী যাদবকে সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রী মুখ বেছে নিল মহাগঠবন্ধন।

Aajtak Bangla
  • পটনা ,
  • 23 Oct 2025,
  • अपडेटेड 9:17 AM IST
  • তেজস্বী যাদবই মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ
  • সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে একমত মহাগঠবন্ধনের দলগুলি
  • এক ডজন আসন নিয়ে এখনও জট কাটেনি

আসন সমঝোতা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি মহাগঠবন্ধন। তবে সর্বসম্মতিক্রমে বিহার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ বেছে নিল বিরোধী দলগুলি। RJD নেতা তেজস্বী যাদবই হতে চলেছেন বিহারের ভোটে INDIA জোটের মুখ্যমন্ত্রী মুখ। সূত্র মারফত খবর এমনটাই। 

RJD সূত্রে আরও জানা গিয়েছে, তেজস্বীকে নেতা হিসেবে মেনে নিয়েছে মহাগঠবন্ধনের সব দলগুলিই। এখন কেবলমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। বৃহস্পতিবারই তেজস্বীর নেতৃত্বে বিহারের ভোটে লড়াইয়ের কথা ঘোষণা করতে পারে মহাগঠবন্ধন। তাঁর নেতৃত্বেই ঘোষণা করা হবে নয়া স্লোগানেরও। 'চলো বিহার, বদলে বিহার।' অর্থাৎ 'চলো বিহার যাই, চলো বিহার বদলাই।'

বৃহস্পতিবার বিহার নির্বাচনে মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন। তার আগে শেষ ঘণ্টা পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলেছে মহাগঠবন্ধনের দলগুলির। জোট শরিকদের মতামত এক সুতোয় গাঁথতে বুধবার পটনায় পৌঁছে গিয়েছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট। তিনি দেখাল করেন লালু প্রসাদ যাদবের সঙ্গে। সাক্ষাৎ হয় তেজস্বী যাদবের সঙ্গেও। জোট শরিকদের মধ্যে চাপান উতর থামাতে তিনি আলোচনা করেন RJD নেতৃত্বের সঙ্গে। জানা গিয়েছে, RJD কংগ্রেসের মধ্যে ডজনখানেক আসন নিয়ে এখনও জট রয়ে গিয়েছে। 

এক্স পোস্টে তেজস্বী যাদব লেখেন, 'মাননীয় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে নির্বাচন নিয়ে আজ আলোচনা করলাম।' সঙ্গে বৈঠকের ছবিও পোস্ট করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেহলট বলেন, 'জোটের মধ্যে কোনও জট নেই। এগুলো ফ্রেন্ডলি ফাইটস। ৫-১০টি আসন কোনও বড় ব্যাপার নয়।'

তবে সূত্রের খবর, বাছওয়ারা, রাজাপাকর এবং বিহার শরিফ নিয়ে সমস্যা রয়েছে। তবে এই আসনগুলি থেকে নাম প্রত্যাহারের সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। আবার লালগঞ্জ থেকে কংগ্রেস প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। কাটিহারের প্রাণপুর আসন নিয়েও অবশেষে RJD এবং কংগ্রেস সমঝোতায় এসেছে বলে খবর। তবে ৬টি আসনে মুখোমুখি লড়তে পারে INDIA জোটের এই দুই দল। এখনও পর্যন্ত ১৪৩টি আসনে প্রার্থী দিয়েছে RJD, কংগ্রেস প্রকাশ করে ৬১ জন প্রার্থীর তালিকা। 

Advertisement

এদিকে, কংগ্রেসের বিহার ইন চার্জ কৃষ্ণা আল্লাভারু এবং রাজ্য সভাপতি রাজেশ রামের বিরুদ্ধে ভোটের টিকিট কেনাবেচার অভিযোগ তুলেছে দলেরই কর্মীরা। 

 

Read more!
Advertisement
Advertisement