Advertisement

Telengana Fire: তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আগুনে মৃত ৮

তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আগুনে ঝলসে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে।

তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jun 2025,
  • अपडेटेड 4:55 PM IST

তেলেঙ্গানার সাংগারেড্ডি জেলার পাশামাইলারামে কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত ৮ জন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু। 

কারখানাটি পাতাঞ্চেরুর সিগাচি কেমিক্যালস নামের এক সংস্থার। এদিন রুটিন অপারেশনের সময় আচমকাই একটি রিঅ্যাক্টরে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এমনটা যে হবে, তা বিন্দুমাত্র আন্দাজও করা যায়নি। ফলে আগেভাগে সাবধান হতে পারেননি কর্মরত শ্রমিকেরা।

বিস্ফোরণের জেরে গোটা কারখানা চত্বরে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় উদ্ধারকাজ।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অন্তত ৮ জন শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপ থেকে একাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

দুর্ঘটনায় গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। কারখানার ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সে দিকেও নজর দিচ্ছেন দমকলকর্মীরা।

ঘটনার পরেই শুরু হয়েছে তদন্ত। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, কোনও গাফিলতি ছিল কি না, আদৌ সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছিল কি না— সবকিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দ্রুত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং উদ্ধারকাজে গতি আনার নির্দেশ দেন। পাশাপাশি, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করতে বলেন তিনি।

রেভন্ত রেড্ডির টুইট

তিনি জানান, কারখানায় কেউ আটকে থাকলে তাঁদের দ্রুত বার করে আনার জন্য সমস্তরকম ব্যবস্থা নিতে হবে। দগ্ধ ও আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি।

এই মুহূর্তে কারখানার ভিতরে ও বাইরে চলছে জোর তল্লাশি এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে এবং দুর্ঘটনার পিছনে আসল কারণ জানাতে খুব শীঘ্রই রিপোর্ট প্রকাশ করা হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement