জম্মু ও কাশ্মীরে যে সব জঙ্গিরা রয়েছে তাদের জায়গা হবে হয় জেলে অথবা নরকে। রাজ্যসভায় বলল কেন্দ্রীয় সরকার। বুধবার রাজ্যসভা অধিবেশনে এক প্রশ্নের উত্তরে একথা বলেন মন্ত্রী নিত্যানন্দ রায়।
কংগ্রেসের সাংসদ প্রমোদ তিওয়ারি এদিন জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সরকারের তরফে দাবি করা হয়েছে সন্ত্রাসবাদীদের দমন করবে সরকার। এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলবে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। সেই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, জঙ্গিদের হয় হাজতে জায়গা হবে অথবা জাহান্নমে।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের কার্যকলপ বেড়েছে বলে অভিযোগ। একাধিক জায়গাতে হামলাও চলেছে। কংগ্রেস সাংসদ প্রশ্ন তোলেন, সরকার কেন দমন করতে পারছে না সন্ত্রাসবাদী কাজকর্ম? এর উত্তরে মন্ত্রী জানান, জঙ্গিরা কখনও তাদের স্বার্থসিদ্ধি করতে পারবে না। পরিকল্পনা ব্যর্থ হবে। মন্ত্রীর কথায়, 'জঙ্গিদের এই সরকার দমন করছে এবং করবে। তাদের সব চেষ্টা ব্যর্থ হবে। হয় জঙ্গিরা জেলে যাবে বা নরকে। আমি কথা দিয়ে গেলাম।'
ইউপিএ সরকারের আমলে জঙ্গিদের কার্যকলাপ ও এনডিএ সরকারের আমলে জঙ্গিদের গতিবিধির তুলনাও করেন মন্ত্রী। তিনি বলেন, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই ১০ বছরে জম্মু-কাশ্মীরে সাত হাজারের বেশি জঙ্গি কার্যকলাপ ঘটেছে। তবে বিজেপি ক্ষমতায় আসার পর সেই সংখ্যাটা কমেছে।
নিত্যানন্দ রায় বলেন, 'জঙ্গিদের কার্যকলাপ কমেছে। তবে বিরোধী দলগুলো এটা নিয়ে রাজনীতি করছে। যা কখনও কাম্য নয়।'
কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত UPA সরকারের আমলে ২৮২৯ জন জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন। ২০১৪ সালে সেই নম্বরটা নেমে আসে ৬৭-তে। হিসেব করলে দেখা যাবে হতাহতের হার ৬৯ শতাংশ কমেছে। এটা সরকারের সাফল্য।