মহারাষ্ট্রের থানেতে ফের একবার আলোড়ন ফেলে দিয়েছে যৌন র্যাকেট কাণ্ড। বুধবার রাতে পুলিশ অভিযানে গ্রেফতার হয়েছে ৪১ বছর বয়সী অভিনেত্রী অনুষ্কা মনি মোহন দাস। অভিযোগ, তিনি শুধু এই অবৈধ ব্যবসায় সক্রিয়ই ছিলেন না, বরং একাধিক মহিলা অভিনেত্রীকেও জোর করে এতে ঠেলে দিতেন। এদিন পুলিশের অভিযানে দুই অভিনেত্রীকে উদ্ধার করা হয়েছে। যাঁরা টিভি সিরিয়াল ও বাংলা সিনেমায় কাজ করেছেন।
পুলিশের ফাঁদে অভিনেত্রী
ভাসাই-ভিরার পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সূত্রে খবর পেয়ে দু’জন ভুয়ো গ্রাহককে পাঠানো হয়েছিল। অভিযুক্ত অনুষ্কা দাস তাঁদের কাশিমিরার একটি মলে দেখা করার জন্য ডেকে পাঠান। কথোপকথনের পর যখন তিনি ভুয়া গ্রাহকদের কাছ থেকে টাকা নেন, তখনই প্রস্তুত পুলিশ দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে।
উদ্ধার অভিনেত্রীরা
দুই তরুণী অভিনেত্রীকে উদ্ধার করা হয়। তাঁদের সুরক্ষা ও পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বক্তব্য
মীরা-ভায়ন্দরের সহকারী পুলিশ কমিশনার মদন বল্লাল জানান, অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ১৪৩ (৩) ধারায় মানব পাচার এবং পিটা আইন (অনৈতিক পাচার প্রতিরোধ আইন)-এর অধীনে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রের পরিধি মুম্বই এবং আশপাশের জেলাগুলিতে ছড়িয়ে থাকতে পারে।
তদন্ত চলছে
পুলিশের দাবি, কতদিন ধরে এই ব্যবসা চালানো হচ্ছে এবং আরও কে কে এই র্যাকেটের সঙ্গে যুক্ত, তা জানতে অভিযুক্তকে জেরা করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, আরও কিছু অভিনেত্রী হয়তো এর শিকার হয়েছেন।