Advertisement

উত্তরপ্রদেশে মোবাইলের GPS ধরে চলছিল গাড়ি, আচমকা নদীতে, মৃত ৩

জিপিএস সিস্টেমের ওপর ভরসা করে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করা কারও জীবনের শেষ মুহূর্তও হতে পারে। সেরকই একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ফরিদপুরে । জিপিএস-র ওপরে ভরসা করে দুর্ঘটনার শিকার হল একটি গাড়ি। বিয়ের অনুষ্ঠানে যাওয়া গাড়িতে থাকা তিন বন্ধুর মৃত্যু হয়েছে।

GPS ব্যবহার করে গাড়ি চলছিল, ব্রিজ শেষ হতেই নদীতে পড়ে ৩ জনের মৃত্যুGPS ব্যবহার করে গাড়ি চলছিল, ব্রিজ শেষ হতেই নদীতে পড়ে ৩ জনের মৃত্যু
Aajtak Bangla
  • লখনউ,
  • 24 Nov 2024,
  • अपडेटेड 6:22 PM IST
  • মৃতদের পরিবারের সদস্যরা দাবি করেছেন, জিপিএস ব্যবহার করে গাড়ি চলছিল
  • পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়

জিপিএস সিস্টেমের ওপর ভরসা করে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করা কারও জীবনের শেষ মুহূর্তও হতে পারে। সেরকই একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ফরিদপুরে । জিপিএস-র ওপরে ভরসা করে দুর্ঘটনার শিকার হল একটি গাড়ি। বিয়ের অনুষ্ঠানে যাওয়া গাড়িতে থাকা তিন বন্ধুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, জিপিএস সিস্টেমের কারণেই দুর্ঘটনা ঘটেছে। কারণ গাড়িটি চলছিল শুধুমাত্র জিপিএস সিস্টেমের সাহায্যে। তবে জিপিএস সিস্টেমের কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না সে বিষয়ে কোনও বিবৃতি দেয়নি পুলিশ। পুলিশ শুধু বলছে রামগঙ্গা সেতুর কাছে একটি গাড়ি সেতু থেকে পড়ে যায়।

একটি গাড়ি দাতাগঞ্জ থেকে আসছিল। চালক-সহ গাড়িতে ছিলেন তিনজন। ফরিদপুর থানার রামগঙ্গা নদীর উপর ফরিদপুর-বাদাউন সংযোগকারী সেতুতে গাড়িটি ওঠে।  মৃতদের পরিবারের সদস্যরা দাবি করেছেন, জিপিএস ব্যবহার করে গাড়ি চলছিল। গাড়িটি ওই অর্ধেক নির্মাণ হওয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। ব্রিজ শেষ হতেই গাড়িটি নদীতে পড়ে যায়। তাতেই তিনজনের মৃত্যু হয়। গাড়িটি নদীতে পড়ে যাওয়ার খবর গ্রামবাসীরাই জানিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃতদের পরিবারের অভিযোগ, ব্রিজ যে অর্ধেক নির্মাণ হয়েছে সে সম্পর্কে কোনও সাইনবোর্ড লাগানো ছিল না। ছিল না কোনও ব্যারিকেডও। মৃতদের পরিবারের সদস্যরাও এই বিষয়ে সরকারি আধিকারিকদের দায়ী করছেন। মৃতরা হলেন ময়নপুরির কৌশল কুমার, ফারুখাবাদের বিবেক কুমার এবং অমিত।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement