
অযোধ্যার রাম মন্দির নির্মাণ প্রকল্পের সমস্ত কাজ আগামী ৩০ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানালেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। শনিবার দুদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই প্রকল্পের মোট আনুমানিক খরচ ১,৯০০ কোটি টাকা।
নৃপেন্দ্র মিশ্র বলেন, রাম মন্দির নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি) এবং টাটা কনসালটেন্সি ৩০ এপ্রিলের মধ্যেই তাদের যাবতীয় কাজ শেষ করে মন্দির কমপ্লেক্স ছেড়ে যাবে। একই সঙ্গে ওই সময়সীমার মধ্যেই সমস্ত কাগজপত্রের নিষ্পত্তি ও বিল পরিশোধের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এলঅ্যান্ডটি ও টাটা কনসালটেন্সি তাদের করা সমস্ত নির্মাণ কাজের জন্য তিন বছরের ওয়ারেন্টি দেবে। রক্ষণাবেক্ষণের জন্য দুই সংস্থার একটি ছোট দল মন্দির কমপ্লেক্সের মধ্যেই কিছুদিন মোতায়েন থাকবে।
৩০ এপ্রিলের পর এলঅ্যান্ডটি, টাটা কনসালটেন্সি এবং স্টেট কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে থাকা সমস্ত চুক্তি আনুষ্ঠানিকভাবে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের হাতে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ব্যয়ের খতিয়ান তুলে ধরে নৃপেন্দ্র মিশ্র বলেন, গোটা রাম মন্দির প্রকল্পে আনুমানিক খরচ ধরা হয়েছে ১,৯০০ কোটি টাকা, যার মধ্যে জিএসটি-সহ প্রায় ১,৬০০ কোটি টাকা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে।
বৈঠকে নির্মাণ কাজের অগ্রগতি, বাকি থাকা কাজের সময়সীমা এবং চূড়ান্তভাবে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।