Advertisement

লুকিয়ে নীল ছবি দেখলে পুলিশ গ্রেফতার করবে? যা জানাল কেরল হাইকোর্ট

ব্যক্তিগতভাবে পর্নোগ্রাফি দেখা, অন্যদের সঙ্গে তা শেয়ার না করলে, বা না দেখালে সেটি ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারার অধীনে অপরাধ হিসাবে গণ্য হবে না। অর্থাৎ কেউ চাইলে একা-একা পর্নোগ্রাফি দেখলে সেটা আইনত অপরাধ নয়। বার অ্যান্ড বেঞ্চের এক রিপোর্ট অনুযায়ী মিলেছে এই খবর।

লুকিয়ে নীল ছবি দেখলে পুলিশ গ্রেফতার করবে?লুকিয়ে নীল ছবি দেখলে পুলিশ গ্রেফতার করবে?
Aajtak Bangla
  • কোচি,
  • 13 Sep 2023,
  • अपडेटेड 10:48 AM IST
  • ব্যক্তিগতভাবে পর্নোগ্রাফি দেখা কি বেআইনি? অনেকেরই মনে এই প্রশ্ন আসে।
  • এই বিষয়ে সম্প্রতি কেরল হাইকোর্টে একটি মামলা হয়েছিল। বিষয়টি কী?
  • কেরলে এক ব্যক্তিকে রাস্তার ধার থেকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি দেখার জন্য় ফৌজদারি মামলা দায়ের করেছিল। 

ব্যক্তিগতভাবে পর্নোগ্রাফি দেখা কি বেআইনি? অনেকেরই মনে এই প্রশ্ন আসে। এই বিষয়ে সম্প্রতি কেরল হাইকোর্টে একটি মামলা হয়েছিল। বিষয়টি কী?

কেরলে এক ব্যক্তিকে রাস্তার ধার থেকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি দেখার জন্য় ফৌজদারি মামলা দায়ের করেছিল। 

কী রায় দিল কেরল হাইকোর্ট?
ব্যক্তিগতভাবে পর্নোগ্রাফি দেখা, অন্যদের সঙ্গে তা শেয়ার না করলে, বা না দেখালে সেটি ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারার অধীনে অপরাধ হিসাবে গণ্য হবে না। অর্থাৎ কেউ চাইলে একা-একা পর্নোগ্রাফি দেখলে সেটা আইনত অপরাধ নয়। বার অ্যান্ড বেঞ্চের এক রিপোর্ট অনুযায়ী মিলেছে এই খবর।

উক্ত মামলায়, রাস্তার ধারে দাঁড়িয়ে ওই ব্যক্তি ফোনে অশ্লীল ভিডিও দেখছিলেন। সেটি দেখতে পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়। তারপর ২৯২ ধারায় মামলা করা হয়।

এই অভিযোগ প্রত্যাখ্যান করে, বিচারপতি পিভি কুনহিকৃষ্ণান জানিয়েছেন, এই ধরনের কাজকে অপরাধ হিসাবে ধরা যাবে না। কারণ এটি কোনও নাগরিকের ব্যক্তিগত ইচ্ছা। এতে হস্তক্ষেপ করা কোনও ব্যক্তির প্রাইভেসি লঙ্ঘনের সমান। 

'এক্ষেত্রে প্রশ্নটি হল, কোনও ব্যক্তি তাঁর ব্যক্তিগত ইচ্ছায়, আর কাউকে না দেখিয়ে, একা একা পর্নোগ্রাফির ভিডিও দেখেন, তাহলে তা কি অপরাধের সমান? আইনের আদালতে এটিকে অপরাধ বলে ঘোষণা করা যাবে না। তাঁর ব্যক্তিগত পছন্দ এবং তার গোপনীয়তায় হস্তক্ষেপ এটি,' জানিয়েছে আদালত। 

ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারা অশ্লীল বই এবং কনটেন্টের বিক্রি, বিতরণ এবং দেখানো অপরাধ হিসাবে মনে করা হয়। 

Read more!
Advertisement
Advertisement