Advertisement

সত্যিই কি ফের TikTok চালু হল ভারতে? মুখ খুলল মোদী সরকার

৫ বছর পর ভারতে ফের চালু হল TikTok? শুক্রবার সোশ্যাল মিডিয়া জুড়ে চলল কানাঘুষো। কেউ বললেন, 'সাইট খুলছে।' কেউ আবার অ্যাক্সেস করতে পারলেন না। এমত অবস্থায় এবার মুখ খুলল মোদী সরকার। চিনা অ্যাপের উপর থেকে কি সত্যিই উঠল নিষেধাজ্ঞা?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 8:11 AM IST
  • ৫ বছর পর কি সত্যিই ফিরল TikTok?
  • সোশ্যাল মিডিয়া জুড়ে কানাঘুষো
  • স্পষ্ট করল মোদী সরকার।

ফিরছে নিষিদ্ধ টিকটক? শুক্রবার সোশ্যাল মিডিয়া জুড়ে চলল জল্পনা। কেউ লিখলেন, 'ওয়েবসাইট খুলছে!' কেউ বা বললেন, 'ভিডিও দেখা যাচ্ছে না, কিন্তু সাইট অ্যাক্সেস করা যাচ্ছে।' কানাঘুষো শুরু হতেই ফুঁসে উঠল কেন্দ্র। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, চিনা শর্ট ভিডিও মেকিং প্ল্যাটফর্ম TikTok, অনলাইন শপিং সাইট AliExpress এবং Shein-এর উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হয়নি। 

২০২০ সালে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরার পর থেকেই চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম TikTok নিষিদ্ধ হয়েছিল ভারতে। শুক্রবার জল্পনা রটে যায়, ৫ বছর পর নিষেধাজ্ঞা উঠে ফের ভারতে চালু হতে চলেছে TikTok। এমনকী সোশ্যাল মিডিয়ায় এ-ও রটে যায়, বেশ কিছু গ্রাহক ইতিমধ্যেই নিজেদের স্মার্টফোনে TikTok ব্যবহার করতে পারছেন। তবে হোমপেজ ছাড়া আর কোনও ফিচার খুলছে না। আবার AliExpress এবং Shein সাইটদু'টির ক্ষেত্রেও হোমপেজ দেখা গেলেও শপিং করা যাচ্ছে না। জল্পনায় ইতি টেনে মোদী সরকারের সাফ বক্তব্য, 'ভারতে টিকটক আনব্লক করার কোনও নির্দেশ দেওয়া হয়নি।  এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর।'

ফেব্রুয়ারিতেই ফিরেছে চিনা অ্যাপস
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ২০২০ সালে দেশে নিষিদ্ধ হওয়া একাধিক চিনা অ্যাপ ফেরানো হয়েছিল। ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই প্লেস্টোরে পাওয়া যাচ্ছিল Xender, TanTan সহ একগুচ্ছ চিনা অ্যাপ। তবে এসবের মধ্যেও ভারতীয়দের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল টিকটক। ফলে সেটি ফেরার খবর রটে যেতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন বহু ভারতীয়। তবে সরকারের বক্তব্যে স্পষ্ট,কোনওমতেই টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে না ভারতে। 

এদিকে, ইন্ডিয়া টুডে-র ওপেন সোর্ট ইন্টালিজেন্স টিম অনুসন্ধান করে জানতে পেরেছে ২০০-র বেশি নিষিদ্ধ মোবাইল অ্যাপ অরিজিনালের বদলে ক্লোনড ভার্সন অর্থাৎ নকল নাম নিয়ে পাওয়া যাচ্ছে প্লেস্টোরে। অ্যাপল অ্যাপেও কমপক্ষে এমন ৩৬টি নিষিদ্ধ চিনা অ্যাপের নকল ভার্সন উপলব্ধ। 

২০২০ সালে ভারতে নিষিদ্ধ হয় টিকটক
২৯ জুন, ২০২০-তে মোদী সরকার আচমকাই TikTok সহ ৫৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে। তথ্য চুরির মতো গুরুতর আশঙ্কার বিষয়টিই এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে তুলে ধরা হয়েছিল। ByteDance সংস্থার তৈরি TikTok অ্যাপের বিরুদ্ধে তথ্য চুরি এবং প্রতারণার অভিযোগ উঠেছিল। প্রকৃত নিয়ন্ত্রণরেখার গালওয়ানে চিন এবং ভারতীয় সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সপ্তাহ দু'য়েকের মধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয় এই টিকটিক অ্যাপ। সে বছর জুন মাসের ১৫ তারিখে গালওয়ানে ঘটেছিল রক্তক্ষয়ী সংঘর্ষ। যাতে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন। গত ৪৫ বছরের মধ্যে গালওয়ানের সেই সংঘর্ষ ছিল সবচেয়ে ভয়ঙ্কর। 

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement