Advertisement

Abhishek attacks PM Modi: 'My Friend...' মোদীর সেই ট্রাম্প-সখ্যের ভিডিও দেখিয়ে বিদেশনীতি নিয়ে কটাক্ষ অভিষেকের

ভারতের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক চাপানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ট্রাম্পকে 'বন্ধু' বলা প্রধানমন্ত্রী মোদীর ভিডিও দেখিয়ে খোঁচা অভিষেকের। তিনি মন্তব্য করেন, এত বন্ধু, বন্ধু বলা ট্রাম্প ভারতের ওপর ট্যারিফ কীকরে চাপিয়ে দিলেন? এটি ভারতের কূটনৈতিক ব্যর্থতা। 

মোদী-ট্রাম্পকে আক্রমণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরমোদী-ট্রাম্পকে আক্রমণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Aug 2025,
  • अपडेटेड 12:55 PM IST

ভারতের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক চাপানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ট্রাম্পকে 'বন্ধু' বলা প্রধানমন্ত্রী মোদীর ভিডিও দেখিয়ে খোঁচা অভিষেকের। তিনি মন্তব্য করেন, এত বন্ধু, বন্ধু বলা ট্রাম্প ভারতের ওপর ট্যারিফ কীকরে চাপিয়ে দিলেন? এটি ভারতের কূটনৈতিক ব্যর্থতা। 

এদিন দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। বলেন, "আমাদের ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত প্রশ্ন করা উচিত নয়। যারা আমেরিকায় গিয়ে ট্রাম্পের প্রশংসা করেছেন, তাদের এই প্রশ্ন করা উচিত। এই ট্যারিফ আমাদের দেশের উপর বিরাট প্রভাব পড়বে। আইটি, ফার্মাসিউটিকেল ও টেক্সটাইল সংক্রান্ত দ্রব্য-পণ্য পরিষেবায় প্রভাব পড়বে। আর্থিক পরিস্থিতি, কর্মসংস্থান কমবে। এটি একটি কূটনৈতিক ব্যর্থতা। ভারতকে কঠোরভাবে মোকাবিলা করা উচিত।"

মোদী সরকারকে কটাক্ষ করে আরও বলেন, "কেন তাদের নাকি এত ক্ষমতা? তারা ভারতকে কীভাবে লাল চোখ দেখাচ্ছে? পহেলগাঁওয়ের পর আমি অনেক দেশে গিয়েছি। কিন্তু কোনও দেশই পাকিস্তানের বিরুদ্ধে একটা কথা বলেনি। কারা ডোনাল্ড ট্রাম্পের হয়ে টেক্সাসে প্রচার করতে গিয়েছিল কে? ট্রাম্পের সমর্থনে যজ্ঞ করেছে বিজেপির নেতারা। এই ভিডিও সমাজমাধ্যমে রয়েছে।"

এদিন ট্রাম্পের সমর্থনে মোদীর ভিডিও দেখিয়ে অভিষেক আরও বলেন, "প্রধানমন্ত্রী মোদী ২০১৯ সালে ট্রাম্পের পক্ষে প্রচার চালিয়েছিলেন। তাঁরাই স্পষ্ট করে বলতে পারবেন কেন আমাদের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হল? তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাম্পকে আমন্ত্রণ জানাননি। কখনও ট্রাম্পের প্রচারণায় যায়নি।" এরপরই মোদীর ট্রাম্পকে নিয়ে করা 'মাই ফ্রেন্ড, ইন্ডিয়াস ফ্রেন্ড' ভিডিও দেখান অভিষেক।

তাঁর আরও মন্তব্য, মোদী আমলে গত ১০ বছরে ভারতের অর্থনীতি আইসিইউতে চলে গেছে। 
 

Read more!
Advertisement
Advertisement